উড়তা ‘এ’ পঞ্জাব

‘উড়তা পঞ্জাব’ ছবিটিকে ‘এ’ তকমা সমেত ছাড় দিয়ে দিল কেন্দ্রীয় ফিল্ম সেন্সর বোর্ড। সোমবারই এই ছবি-মামলায় রায় দেওয়ার কথা আদালতের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৮:৫৯
Share:

‘উড়তা পঞ্জাব’ ছবিটিকে ‘এ’ তকমা সমেত ছাড় দিয়ে দিল কেন্দ্রীয় ফিল্ম সেন্সর বোর্ড। সোমবারই এই ছবি-মামলায় রায় দেওয়ার কথা আদালতের। তার কয়েক ঘণ্টা আগেই চলতি বিতর্ক থেকে কার্যত হাত ধুয়ে ফেলতে চেয়ে বোর্ড প্রধান পহলাজ নিহালনি বলে দিলেন, ১৩টি কাট-সহ ছবিটিকে ছাড়পত্র দিচ্ছে সেন্সর বোর্ড। বাকিটা প্রযোজক যেন আদালতে বুঝে নেন! রবিবারও তাঁর দাবি, ছবির নাম থেকে ‘পঞ্জাব’ শব্দটি বাদ দেওয়ার কথা সেন্সর বোর্ড বলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement