Uorfi Javed

উরফি কি সম্পূর্ণ নগ্ন হতে প্রস্তুত’! বিপণন সংস্থার প্রস্তাবে নেটপ্রভাবী কী বললেন?

একটি বিজ্ঞাপনের জন্য প্রস্তাব দেওয়া হয় উরফি জাভেদকে। একটি মেল করা হয় উরফিকে। সেখানে বলা হয়, “উরফির জন্য আমাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে। তিনি কি সম্পূর্ণ নগ্ন হবেন?”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ২০:১৫
Share:

কেন রেগে গেলেন উরফি? ছবি: সংগৃহীত।

নেটদুনিয়ায় প্রায়ই চর্চায় উঠে আসেন উরফি জাভেদ। অভিনব পোশাকের জন্য কখনও প্রশংসিত হয়েছেন। কখনও বা মুহূর্তে বিতর্ক তৈরি করেছেন। তবে এ বার তিনি নিজেই ফেটে পড়লেন এক মুখগহ্বররের পরিচ্ছন্নতা সংক্রান্ত ব্র্যান্ডের বিরুদ্ধে। সেই সংস্থা থেকে নাকি উরফিকে সম্পূর্ণ নগ্ন হওয়ার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টি মেনে নেননি নেটপ্রভাবী। সমাজমাধ্যমে বিতর্কটি তুলে ধরেন।

Advertisement

ওই সংস্থা থেকে একটি বিজ্ঞাপনের জন্য প্রস্তাব দেওয়া হয় উরফি জাভেদকে। একটি ই-মেল করা হয় উরফিকে। সেখানে বলা হয়, “উরফির জন্য আমাদের কাছে একটি চিত্রনাট্য রয়েছে। তিনি কি সম্পূর্ণ নগ্ন হবেন?” এই ই-মেলের প্রতিচ্ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন উরফি। হোয়াটস্‌অ্যাপেরও একটি প্রতিচ্ছবি তুলে ধরেন উরফি। নেটপ্রভাবী তার সঙ্গে লেখেন, “সমস্ত রকমের সীমা অতিক্রম করল এই ব্র্যান্ড। আমি বহু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। কিন্তু এমন আক্রমনাত্মক কিছু দেখিনি। আমার সহকারী দল বিষয়টি দেখে নেবে। আপনারা প্রস্তুত থাকুন।”

তবে এই প্রথম নয়। এর আগেও নানা বিতর্কে পড়েছেন উরফি। কখনও নিজেও বিতর্ক তৈরি করেছেন। মাস কয়েক আগে এক নাবালকের দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন নেটপ্রভাবী। বিষয়টি নিজেই সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন তিনি।

Advertisement

মা জ়াকিয়া সুলতানা, বোন উরুসা, আসফি, ডলি এবং ভাই সমীর আসলামের সঙ্গে মুম্বইয়ের এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন উরফি। রেস্তরাঁয় ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দিচ্ছিলেন তিনি। ঠিক তখনই তাঁদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল। তাদের মধ্যে এক জন উরফিকে দেখে প্রশ্ন করে, “কত জনের সঙ্গে সহবাস করেছ?” প্রশ্ন শুনেই চটে যান উরফি।

সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, “গত কাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটা ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি, পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে, ‘কত জনের সঙ্গে সহবাস করেছ?’ ছেলেটার বয়স ১৫-র কাছাকাছি। আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলেই এই প্রশ্ন করে।” এই ঘটনায় অস্বস্তিকে পড়েছিলেন উরফি। নাবালককে ঘুষি মারতেও ইচ্ছে করছিল বলে জানিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement