Urfi Javed

কম্বলের নীচে ঢুকে তাঁর ছবি দেখেন দেশের যুবকরা, বলেছিলেন চেতন, পাল্টা জবাব উরফির

পোশাকের জন্য বার বার শিরোনামে উঠে এসেছেন উরফি জাভেদ। এ বার লেখক চেতন ভগতের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন এই সৌখিনী।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২২ ২০:২৩
Share:

চেতনকে পাল্টা জবাব উরফির সংগৃহীত

ঠোঁটকাটা বলে বদনাম রয়েছে উরফি জাভেদের। পোশাকে কাঁচি চালাতে ভালবাসেন এই সৌখিনী। তেমনই কাঁচির মতই ধার তাঁর কথায়ও। সোজা কথা সোজা ভাবে বলতে কখনওই পিছপা হননি উরফি। এ বার উরফি নিশানায় লেখক চেতন ভগত।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় যুব সমাজ প্রসঙ্গে মন্তব্য করেন চেতন। সেখানেই লেখক টেনে আনেন উরফিকে। চেতনের ওই অনুষ্ঠানে বলেন, ‘‘এখনকার ভারতীয় যুবসমাজ কেবল মেয়েদের ছবিতে লাইক দিতে জানে। তাই উরফি জাভেদে ছবিতে কোটি কোটি লাইক পড়ে।’’

এখানেই থেমে যাননি চেতন। আরও বলেন, ‘‘এক দিকে সীমান্তে থেকে জওয়ান যাঁরা কার্গিলে বসে দেশকে রক্ষাকে করছেন। অন্য দিকে, আরও এক দল কম্বলের তলায় ঢুকে উরফির ছবি দেখছে।’’

Advertisement

লেখকের এ হেন মন্তব্যের পাল্টা জবাব দিলেন উরফির। ছেড়ে দেওয়ার পাত্রী যে তিনি নন। সৌখিনী লেখকে এক হাত নিয়ে মিটু আন্দোলনের সময়কার কথা চেতনকে মনে করিয়ে দেন। মিটু আন্দোলনের সময় চেতনের বিরুদ্ধে একাধিক মহিলা হেনস্থার অভিযোগ আনেন। তার পর ক্ষমা চেয়ে নেন চেতন। সেই সব স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি শেয়ারও করেন।

উরফি বলেন, ‘‘ওঁর মতো মানুষ সব সময় মেয়েদের দোষই খোঁজেন। এক জন নারীকে তাঁর পোশাক দিয়েই বিচার করেন। তুমি বিকৃতমনস্ক বলে এমন নয় যে, মেয়েটার দোষ রয়েছে।’’

শেষে উরফির সংযোজন, ‘‘উনি খামখা আমার নাম টানলেন, দুর্ভাগ্যজনক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন