Urvashi Rautela

মায়ের জন্মদিনে খাঁটি সোনার কেক কাটলেন! আর কী কাণ্ড ঘটালেন উর্বশী রৌতেলা?

দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে মায়ের জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে তাঁর মায়ের সামনে রাখা তিন তলা সোনালি রঙের কেক। আর কী করলেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৬:৫৭
Share:

মায়ের জন্মদিন উদ্‌যাপনে ব্যস্ত উর্বশী। ছবি: সংগৃহীত।

তারকাদের জীবনযাপনে কিছু না কিছু চমক থাকেই। কিন্তু, এই চমক দেওয়ার ক্ষেত্রে বাকিদের তুলনায় কয়েক ধাপ এগিয়ে থাকেন উর্বশী রৌতেলা। ১ জানুয়ারি ছিল অভিনেত্রীর মা মীরা রৌতেলার জন্মদিন। এ দিন তিন তলা সোনার তৈরি কেক কাটেন অভিনেত্রীর মা। কেক কাটার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।

Advertisement

দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে মায়ের জন্মদিন উদ্‌যাপন করেন তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁর মায়ের সামনে রাখা তিন তলা সোনালি রঙের কেক। এ ছাড়াও সঙ্গে দুই ধরনের পানীয়। কেকের উপরে একটি মুকুট রাখেন অভিনেত্রী। সেটাও নাকি তাঁর মায়ের জন্যই। মায়ের জন্মদিনের এই এলাহি আয়োজন, কেক কাটার ভিডিয়ো পোস্ট করে ঊর্বশী লেখেন, ‘‘মায়ের জন্মদিন পালন করলাম বিশ্বের উচ্চতম হোটেলে। সঙ্গে ২৪ ক্যারেটের রাজকীয় সোনার মুকুট সমেত কেক।’’

ধুমধাম করে জন্মদিন পালন করলেও, নেটাগরিকদের একাংশ সোনার মুকুট দেওয়া কেক কাটার জন্য অভিনেত্রীকে কটাক্ষ করতে পিছপা হননি। কেউ লেখেন, ‘‘মীরা রৌতেলা বিশ্বের প্রথম মা যাঁর মেয়ে সোনার কেক কাটিয়েছে।’’ অন্য এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘উর্বশী, আপনার মুখে ‘ফিলার’ বেশি হয়ে গিয়েছে।’’ উর্বশী নিজে সোনার পাতে মোড়া মোবাইল ফোন ব্যবহার করেন বলে জানিয়েছিলেন। সেই প্রসঙ্গে এক জন লিখেছেন, ‘‘সব কিছু সোনার! এমনকি কেকটাও! এ রকম দেখনদারির কী অর্থ? বুঝি না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement