Bollywood Update

দক্ষিণী ছবিতে অভিষেকের আগেই বিপত্তি, অ্যাটলির সঙ্গে জুটি বেঁধে চোট পেলেন বরুণ

বলিউডে এক দশক পূর্ণ করেছেন গত বছরই। এ বার বরুণ ধওয়ানের লক্ষ্য সর্বভারতীয় দর্শক। কিন্তু সেই পথে পা বাড়াতে না বাড়াতেই হোঁচট খেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় ‘স্টুডেন্ট’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৫:৩৯
Share:

বরুণ ধওয়ান। ছবি: সংগৃহীত।

বলিউডে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা বরুণ ধওয়ান। কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে অভিনেতা হিসাবে বলিউডে হাতেখড়ি বরুণের। তার পরে ‘বদলাপুর’, ‘অক্টোবর’, ‘সুই ধাগা’-র মতো ছবিতে কাজ করেছেন বরুণ। নিজস্ব দর্শকও তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। এ বার সর্বভারতীয় স্তরে পা রাখার মুখে বরুণ। প্যান ইন্ডিয়ান অভিষেকের জন্য দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বেঁধেছেন বরুণ। নিজের আঠেরোতম ছবির কাজ ইতিমধ্যেই শুরু করে ফেলেছেন তিনি। তবে তার মাঝেই বড়সড় হোঁচট খেলেন অভিনেতা।

Advertisement

বরুণ ধওয়ানের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: ইনস্টাগ্রাম।

সম্প্রতি শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবির কাজ শেষ করেছেন অ্যাটলি। এখনও মুক্তি পায়নি সেই ছবি। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। তার আগেই বরুণের সঙ্গে নিজের পরের ছবির কাজে হাত দিয়েছেন অ্যাটলি। বরুণের সঙ্গে একটি অ্যাকশন-এন্টারটেনার ছবির জন্য জুটি বেঁধেছেন অ্যাটলি। সেই ছবির সেটেই চোট পেলেন বরুণ। শুটিং চলাকালীনই হাতের কনুইয়ে আঘাত পেলেন তিনি। সমাজমাধ্যমের পাতা ফুলে লাল হয়ে যাওয়া কনুইয়ের ছবিও পোস্ট করেছেন বরুণ। ওই ছবি পোস্ট করে বরুণ লেখেন, ‘‘নো পেন, নো গেন।’’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘কষ্ট না করলে কেষ্ট মেলে না।’’

খবর, মু্ম্বইয়েই ছবির প্রোমো শুট করার কথা বরুণ ও অ্যাটলি। ওই প্রোমোর মাধ্যমেই ছবির ঘোষণা করার কথা অ্যাটলির। দিন কয়েক আগে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল ছবির শুটিংয়ের একটি ভিডিয়োও। বরুণের পাশাপাশি অ্যাটলির এই ছবিতে দেখা যেতে চলেছে দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশকে। শুধু কীর্তি সুরেশই নন, এই ছবিতে অভিনয় করতে চলেছেন ‘জুবিলি’ খ্যাত অভিনেত্রী ওয়ামিকা গাব্বিও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন