varun dhawan car accident

দ্রুত বেগে ছুটছে গাড়ি, পথচারীকে ধাক্কা বরুণ ধওয়ানের গাড়ির, পরিস্থিতি কী ভাবে সামাল দিলেন তারকা?

বাড়ি থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন বরুণ ধওয়ান। পরনে জিমের পোশাক। সেই সময় অভিনেতার গাড়িচালক নাকি ধাক্কা মারেন এক পথচারীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৩
Share:

বরুণের গাড়ি ধাক্কা মারল পথচারীকে। ছবি: সংগৃহীত।

বলিউড তারকাদের খামখেয়ালিপনা নিয়ে নানা গল্প শোনা যায়। সলমন খান নাকি একসময় পথে শুয়ে থাকা মানুষদের উপর গাড়ি চালিয়ে দেন। সেই নিয়ে বিস্তর ঝামেলা পোহাতে হয় তাঁকে। এ বার বরুণ ধওয়ানের গাড়ি ধাক্কা মারল এক পথচারীকে।

Advertisement

অভিনেতা এই মুহূর্তে ব্যস্ত তাঁর ‘সানি সংস্কারি’ ছবিটি নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিলেন। পরনে জিমের পোশাক। সেই সময় অভিনেতার গাড়িচালক নাকি ধাক্কা মারেন এক পথচারীকে। সেই পথচারীকে সমবেদনা জানানোর পরিবর্তে উল্টে চোটপাট শুরু করেন চালক। গাড়ির ভিতরেই ছিলেন বরুণ।

দু’পক্ষের বাকবিতণ্ডার মাঝে চলে আসে ট্র্যাফিক পুলিশ। পুলিশকে ওই পথচারী বলেন,‘‘এই লোকটা গোটা গাড়িটাই আমার উপর তুলে দিচ্ছিল।’’ সেই সময় গাড়ি থেকে নেমে আসেন বরুণ। দু’পক্ষকেই শান্ত করার চেষ্টা করেন তিনি। শেষমেশ পুলিশ ছেড়ে দেয় বরুণের গাড়ি। অভিনেতার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে নেটপাড়া। গোটা পরিস্থিতিটাকে যে ভাবে ঠান্ডা মাথায় বরুণ সামাল দেন সেটার প্রশংসা করেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement