রিমেকে ‘রাম লখন’

আবার সেই দুই ‘অনমোল রতন’-এর গল্প। ১৯৮৯-এর ধামাকাদার হিট ‘রাম লখন’-এর রিমেক নিয়ে ভাবছেন সেই ছবিরই অন্যতম হিরো অনিল কপূর। রোহিত শেটি এবং কর্ণ জোহর সম্প্রতি জানিয়েছেন, তাঁরা সুভাষ ঘাই পরিচালিত এই ব্লকবাস্টারের পুনর্নির্মাণ করতে চলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০০:০২
Share:

আবার সেই দুই ‘অনমোল রতন’-এর গল্প। ১৯৮৯-এর ধামাকাদার হিট ‘রাম লখন’-এর রিমেক নিয়ে ভাবছেন সেই ছবিরই অন্যতম হিরো অনিল কপূর। রোহিত শেটি এবং কর্ণ জোহর সম্প্রতি জানিয়েছেন, তাঁরা সুভাষ ঘাই পরিচালিত এই ব্লকবাস্টারের পুনর্নির্মাণ করতে চলেছেন। অনিল সংবাদ সংস্থাকে বলেছেন, কোনও সৃজনের তাগিদ থেকে নয়, ‘রাম লখন’-এর রিমেকের কথা ভাবা হচ্ছে একান্তই বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে। ১৯৮৯-এর ছবিতে অনিলের সঙ্গে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, ডিম্পল কাপাডিয়া এবং রাখী। আর এ বার?

Advertisement

নতুন ‘রাম লখন’-এর নায়িকা সংবাদ এখনই জানা যাবে না। তবে, নায়ক বাছাই হয়ে গিয়েছে। নতুন ছবিতে জ্যাকি শ্রফের জায়গা নেবেন সিদ্ধার্থ মলহোত্র। আর অনিল কপূরের জায়গায় লখন সাজবেন বরুণ ধবন। অবশ্য কানাঘুঁষোয় খবর, অনিলের ইচ্ছে ছিল রিমেকে লখনের জায়গাটা নিন শ্যালিকার ছেলে রণবীর সিংহ। সেটা আর হচ্ছে না! তা, এতে কি খুব দুঃখ পেয়েছেন তিনি? জানতে চাইলে কায়দা করে প্রশ্নটা এড়িয়ে গেছেন অনিল। বলেছেন, ওটা নির্মাতাদের ব্যাপার— তাঁরা যা ভাববেন, তা-ই হবে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন