Ravindra Jadeja and Rivaba Jadeja

জাডেজার হুঁকো-বিড়ি খাওয়ার ছবি প্রকাশ্যে, গুজরাতের মন্ত্রী-পত্নী বললেন, ‘বাকি ক্রিকেটারেরা নেশা করলেও করতে পারে, আমার স্বামী করে না’

সম্প্রতি গুজরাত সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন। সেই রিভাবা জাডেজার একটি মন্তব্যে বিতর্ক তৈরি হল। ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জানিয়েছেন, বাকি ক্রিকেটারেরা নেশা করলেও করতে পারেন, কিন্তু জাডেজা নেশা করেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৮
Share:

(বাঁ দিকে) জাডেজার হুঁকো খাওয়ার ছবি। (মাঝে) রিভাবা জাডেজা। জাডেজার বিড়ি খাওয়ার ছবি (ডান দিকে)। — ফাইল চিত্র।

সম্প্রতি তিনি গুজরাত সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন। সেই রিভাবা জাডেজার একটি মন্তব্যে হঠাৎই বিতর্ক তৈরি হল। সম্পর্কে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জানিয়েছেন, বাকি ক্রিকেটারেরা নেশা করলেও করতে পারেন, কিন্তু জাডেজা নেশা করেন না। স্বামীর প্রশংসা করতে রিভাবা এমন মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন রিভাবা। সেখানেই কুঅভ্যাস প্রসঙ্গে তিনি বলেন, “আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতো দেশে ঘোরাঘুরি করে। আজ পর্যন্ত কোনও ধরনের নেশা করেনি। কোনও দিন নেশা করতে দেখিনি ওকে। দলের বাকিদের কোনও না কোনও নেশা থাকলেও থাকতে পারে। অথচ ওর (জাডেজা) নেশা করতে কোনও বাধা নেই। কারণ বাড়িতেও কেউ কিছু বলবে না। ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছে। যে কোনও কাজ করার সুযোগ ওর কাছে ছিল।” রিভাবার দাবি, সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের কথা ভেবে কোনও দিন নেশা করেননি জাডেজা।

তবে রিভাবার কথার সঙ্গে মিলছে না জাডেজার কাজ। ২০১৭-য় হুঁকো খাওয়ার একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন জাডেজা। সেখানে যা লিখেছেন বাংলায় তার অর্থ, ‘ছোটবেলা কেটেছে কালো রাতের নীচে। যৌবন কাটছে দুষ্টু কাজের মধ্যে।’ সেই ছবি পোস্ট করার জন্য সমালোচিত হতে হয়েছিল জাডেজাকে। সমর্থকেরা বুঝিয়েছিলেন, সমাজের কাছে এবং তরুণদের সামনে খারাপ উদাহরণ তৈরি করছেন জাডেজা। ভবিষ্যতে ভারতীয় দলে তাঁর জায়গা পেতে সমস্যা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে।

Advertisement

২০২২-এ জাডেজা আবার বিতর্ক তৈরি করেন বিড়ি মুখে নিয়ে একটি ছবি পোস্ট করে। সেটি অবশ্য এআই নির্মিত। অল্লু অর্জুনের জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা’র কায়দায় বিড়িটি মুখে ধরেছিলেন জাডেজা। তবে বিতর্ক এড়াতে সঙ্গে লিখেছিলেন, ‘তামাক খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কোনও ধরনের তামাকজাত দ্রব্যের প্রচার করি না। বিড়িটি গ্রাফিকের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।’

তবে এ বার জাডেজা নয়, বিতর্ক হচ্ছে তাঁর স্ত্রীকে নিয়ে। ভারতীয় দলে কাদের কথা তিনি বলতে চেয়েছেন, সকলেই নেশা করেন এমন প্রমাণ তাঁর কাছে আছে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। এখন দেখার, ভবিষ্যতে রিভাবার এই মন্তব্য নিয়ে জল কত দূর গড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement