কাজের পরিবেশ নষ্ট করছেন অমিতাভ? ছবি: সংগৃহীত।
কাজের পরিবেশ ও পদ্ধতি নষ্ট করছেন অমিতাভ বচ্চন। বর্ষীয়ান তারকার বিরুদ্ধে ন কি এই অভিযোগ উঠেছে। নিজেই নিজের ভ্লগে জানিয়েছেন অমিতাভ। কিন্তু কী এমন করেছেন তিনি, যার জন্য এমন অভিযোগ অভিজ্ঞ তারকার বিরুদ্ধে?
সম্প্রতি অমিতাভ জানিয়েছেন, মাত্র দু’ঘণ্টার মধ্যে তিনি পাঁচটি বিজ্ঞাপনী চিত্রের শুটিং শেষ করেছেন। এখান থেকেই নাকি সমস্যার সূত্রপাত। অমিতাভ তাঁর ভ্লগে জানান, কাজ করে তিনি কতটা আনন্দ পান। তিনি লেখেন, “মাত্র দু’ঘণ্টার মধ্যে পাঁচটি বিজ্ঞাপনী চিত্র ও দু’টি ফোটোশুটের কাজ শেষ করেছি। সব ক’টিই বিজ্ঞাপনের জন্য। কিন্তু তা-ও সহজ বিষয় নয়।”
এত অল্প সময়ে কাজ শেষ করার বিষয়টি প্রকাশ্যে আনায় নাকি কাজের পদ্ধতি নষ্ট হচ্ছে। অমিতাভ লেখেন, “কলাকুশলী ও আমার পরিচালক বন্ধু বলেছেন, আমি নাকি কাজের পদ্ধতি নষ্ট করছি।” সেই কলাকুশলী ও পরিচালক নাকি অমিতাভকে বলেছেন, “এতগুলো দিনের কাজ যদি আপনি অর্ধেক দিনেই শেষ করে ফেলেন, তা হলে ক্লায়েন্টের তরফ থেকে আরও বেশি করে ছবি তৈরি করার নির্দেশ আসবে। এই ভাবে কাজ করলে সকলের জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি হবে।”
কিন্তু বিগ বি’র বক্তব্য, তিনি এই ভাবেই কাজ করতে ভালবাসেন। কলাকুশলী ও প্রযোজকের সুবিধার কথা মাথায় রেখেই দ্রুত কাজ শেষ করতে পছন্দ করেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, অমিতাভের অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি এডি ২৮৯৮’। এই ছবিতে বিগ বি-কে বেশ কিছু লড়াইয়ের দৃশ্যেও দেখা গিয়েছে। ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।