Anupam Kher

‘মহিলা’ না কি ‘পুরুষ’, শৌচালয় নিয়ে ধন্দের জেরে কী ঝামেলা পোয়াতে হয়! কী জানালেন অনুপম খের?

অনুপম জানিয়েছেন, আজকাল শৌচালয়ে যেতে গিয়ে তিনি সংশয়ে পড়েন। শৌচালয়ের বাইরের চিহ্ন দেখে তিনি কিছু বুঝেই উঠতে পারেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৯:০৪
Share:

শৌচালয় নিয়ে ধন্দে অনুপম। ছবি: সংগৃহীত।

শৌচালয়ের বাইরে সাধারণত শব্দে লেখা থাকে— কোনটা মহিলাদের, কোনটা পুরুষদের জন্য। এখন নিয়ম বদলেছে কোথাও কোথাও। সেই জায়গায় ব্যবহৃত হয় নির্দিষ্ট কিছু চিহ্ন। এই চিহ্নগুলি দেখে ধন্দে পড়েছেন অনুপম খের। বুঝতে পারছেন না, কোনটা মহিলাদের, কোনটা পুরুষদের। নিজেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে সেই ধন্দের কথা বলেন অনুপম।

Advertisement

অনুপম জানিয়েছেন, এক বার একটি শৌচালয়ে গিয়ে তিনি সংশয়ে পড়েন। শৌচালয়ের বাইরের চিহ্ন দেখে তিনি কিছু বুঝেই উঠতে পারছিলেন না, ওটা মহিলাদের, না কি পুরুষদের জন্য। এমনকি, শৌচালয়ের বাইরের চিহ্নের ছবিও সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। অনুপম বলেছেন, “আজকাল একটা বিষয় আমি বুঝতে পারি না। পুরুষ ও মহিলাদের শৌচালয় বোঝানোর জন্য আজকাল কিছু ছবি বা চিহ্ন ব্যবহার করা হয়। এই ছবিগুলো ধন্দ তৈরি করতে পারে। রেস্তরাঁ, স্টুডিয়ো, সিনেমা হলের প্রেক্ষাগৃহের শৌচালয়ে এই চিহ্নগুলি দেখা যায়। আগে যেমন সাধারণ শব্দে লেখা থাকত, তেমন কেন হয় না?”

এর পরেই শৌচালয়ের বাইরের সেই চিহ্নগুলি দেখিয়ে অনুপম প্রশ্ন করেন, “আপনারাই বলুন, এই চিহ্নগুলি দেখে সংশয় তৈরি হয় কি না?”

Advertisement

অনুপমের এই বক্তব্যে সহমত তাঁর অনুরাগীরা। তবে অনেকেই আবার তাঁর এই বক্তব্য নিয়ে রসিকতাও করেছেন। অনেকে আবার নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন ভিডিয়োর মন্তব্য বিভাগে। কেউ কেউ জানিয়েছেন, তাঁরাও চিহ্নগুলি দেখে বুঝতে না পেরে ভুল শৌচালয়ে ঢুকে পড়েছেন অনেক সময়ে। যার জেরে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন তাঁরা।

সম্প্রতি মুক্তি পেয়েছে অনুপমের ছবি ‘তনভি দ্য গ্রেট’। ভারতীয় সেনা ও অটিজ়ম-এর উপর তৈরি এই ছবি সাড়া ফেলেছে ইতিমধ্যেই। এ ছাড়া সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ ছবিতেও দেখা গিয়েছে অনুপমকে। সেই ছবিতে নীনা গুপ্তের বিপরীতে তাঁকে দেখা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement