Lily Chakraborty

রত্না, অনামিকার পথেই লিলি! ৬৭ বছরের অভিনয় জীবনে বড় সিদ্ধান্ত নিলেন প্রবীণ অভিনেত্রী

প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তীকে নানা চরিত্রে দেখেছেন দর্শক। এখন তাঁকে মূলত মা, ঠাকুমার চরিত্রেই দেখেন দর্শক। ৬৭ বছরের অভিনয় জীবনে কী সিদ্ধান্ত নিলেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৮:৩১
Share:

কড়া সিদ্ধান্ত নিলেন লিলি চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

যত দিন যাচ্ছে, ছোট পর্দার প্রতি বিতৃষ্ণা তৈরি হচ্ছে প্রবীণ অভিনেতা, অভিনেত্রীদের! কিছু দিন আগে অভিনেত্রী রত্না ঘোষাল জানিয়েছিলেন, তিনি আর ছোট পর্দায় অভিনয় করতে চান না। একই পথে অভিনেত্রী লিলি চক্রবর্তী। তাঁকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে। তার পর আর সে ভাবে ছোট পর্দায় তাঁকে দেখেননি দর্শক। আর কি ধারাবাহিকে অভিনয় করবেন না লিলি?

Advertisement

আনন্দবাজার ডট কমকে তিনি বললেন, “গল্প শুরু হয় এক ভাবে। তার পর সেই গল্প যে কোন দিকে গড়িয়ে যায়, তা বুঝতে পারি না। বিরক্ত লাগে এখন।” ভাল কাহিনি পেলে নিশ্চয়ই কাজ করবেন তিনি। কিন্তু একঘেঁয়েমির জন্য ছোট পর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। বয়স হলেও কাজের খিদে এখনও তাঁর মনে। ভাল চরিত্রের জন্য অপেক্ষা করে থাকেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু লিলি নন অনামিকা সাহাও এ বিষয়ে একমত।

অনামিকা বলেছিলেন, “বর্তমান প্রজন্মের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। আর পারছি না। রত্না একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমিও চাই না আর অভিনয় করতে। কিন্তু বাড়িতে একা থাকতেও ভাল লাগে না।” সেটে এসে সকলের সঙ্গে কথা বলতে, গল্প করতে ভালবাসেন অভিনেত্রী। সেই টানেই রোজ সেটে যান অনামিকা। অভিনেত্রী বললেন, “সত্যিই চূড়ান্ত অব্যবস্থা। অভিনয় নিয়ে পড়াশোনাও কমে গিয়েছে।” ছোট পর্দা নয়, বড় পর্দায় ফিরতে চান অনামিকা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement