ধারাবাহিকে অভিনয়ের প্রসঙ্গে কী বললেন সাবিত্রী চট্টোপাধ্যায়? ছবি: সংগৃহীত।
রত্না ঘোষাল, অনামিকা সাহা, লিলি চক্রবর্তী— প্রায় সব বর্ষীয়ান অভিনেত্রী আর ছোট পর্দায় অভিনয় করতে চাইছেন না। প্রত্যেকের অভিযোগ একই। কিছুদিন আগে প্রবীণ অভিনেত্রী লিলি জানিয়েছিলেন, তাঁর আর ছোট পর্দায় অভিনয় করতে ভাল লাগে না। যত দিন গড়ায় গল্পের কোনও মানে থাকে না। তাই আপাতত তাঁরা ধারাবাহিক থেকে দূরে। কিন্তু এই দলে শামিল হতে রাজি নন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। তাঁকে দর্শক এই মুহূর্তে দেখছেন ‘চিরসখা’ ধারাবাহিকে। কমলিনীর এক তুতো-শাশুড়ির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধারাবাহিকে অভিনয় মানে ১৪ ঘণ্টার শুটিং। ধৈর্যের পরীক্ষা। আগের দিন রাতে জানতে পারা যায় পরের দিন সকালে কখন কল টাইম পাওয়া যাবে। এই পরিস্থিতিতে তাঁর অনেক সহ-অভিনেত্রীই বিরক্ত। এ প্রসঙ্গে কী মত সাবিত্রীর?
আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানালেন, তিনি এই ভাবনায় একেবারেই বিশ্বাসী নন। তিনি বললেন, “ভাল না লাগলেও করতে হবে। যে শিল্পের সঙ্গে জড়িয়ে আছি, সেখানে কোনও কিছু বাদ দিলে চলে না। ভাল-মন্দ সব কিছু তো মিশিয়েই থাকবে। মুখ দেখানো উচিত। না হলে মানুষ কী করে বুঝবেন আমি আছি, এখনও শুয়ে পড়িনি। ক’টা আর ভাল ধারাবাহিক হয়। আগে থেকে বুঝব কী করে। শারীরিক কষ্ট তো হয়। কিন্তু শুটিংয়ে থাকলে মনের কষ্ট হয় না। বরং ভাল লাগে।”
কিছু দিন আগে অভিনেত্রী লিলি অবশ্য বলেছেন অন্য কথা। তিনি বলেন, “গল্প শুরু হয় এক ভাবে। তার পর সেই গল্প যে কোন দিকে গড়িয়ে যায়, তা বুঝতে পারি না। বিরক্ত লাগে এখন।” ভাল কাহিনি পেলে নিশ্চয়ই কাজ করবেন তিনি। কিন্তু একঘেয়েমির জন্য ছোট পর্দা থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। বয়স হলেও কাজের খিদে এখনও তাঁর মনে। ভাল চরিত্রের জন্য অপেক্ষা করে থাকেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। শুধু লিলি নন, অনামিকা সাহাও এ বিষয়ে একমত।