Javed Akhtar

কেউ বলে ‘পাকিস্তানে যাও’, কেউ বলে ‘নরকে’, শেষ পর্যন্ত কোথায় যেতে রাজি হলেন জাভেদ আখতার?

সুস্পষ্ট মতামত জানান বলে প্রায়ই চরমপন্থীদের আক্রমণের শিকার হতে হয় জাভেদ আখতারকে। এ বার তিনি জানিয়ে দিলেন নিজে কী চান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১০:৩১
Share:

জাভেদ আখতারকে ‘জিহাদি’ বলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার নিদান হাঁকেন অনেকেই। ছবি: সংগৃহীত।

জাভেদ আখতার— বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার। গত কয়েক বছরে এই পরিচয়কেও ছাপিয়ে উঠেছে তাঁর প্রতিবাদী সত্তা। সমাজ-রাজনৈতিক যে কোনও বিষয়ে তিনি নিজের মত ব্যক্ত করেন সুস্পষ্ট ও নির্ভীক ভাবে। যদিও কোনও বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন সরাসরি। আর ঠিক এই কারণেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ, এমনকি তা কখনও কখনও হুমকির পর্যায়ে গিয়েও পৌঁছোয়। এ বার জাভেদ বললেন, “এমন আক্রমণ না হলেই ভয় পাই, মনে হয়, কী জানি সব ঠিক করছি তো আমি!” শুধু তাই নয়, তিনি জানান, কখনও তাঁকে বলা হয় পাকিস্তানে চলে যেতে, আবার কখনও অন্য পক্ষ তাঁকে নরকে পাঠাতে ব্যস্ত হয়ে পড়ে। এ প্রসঙ্গে জাভেদ সাফ জানিয়ে দেন তিনি নরকে যাওয়াই বেশি ভাল বলে মনে করেন।

Advertisement

শনিবার শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতের এক বইপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিল স্বয়ং উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার। অনুষ্ঠানমঞ্চেই জাভেদ তুলে ধরেন সাম্প্রতিক পরিস্থিতির কথা। তিনি বলেন, “বহু বছর ধরে এই ধরনের আক্রমণের সম্মুখীন হচ্ছি। উভয় পক্ষের মানুষই আমার উপর খড়্গহস্ত। এক পক্ষ বলে আমি ‘কাফির’, আমার জাহান্নমে (নরকে) যাওয়া উচিত। তো অন্য পক্ষ বলে আমি ‘জিহাদি’, আমার পাকিস্তানে চলে যাওয়া উচিত। যদি আমার কাছে যাওয়ার মতো এই দুটো জায়গাই থাকে, তা হলে আমি জাহান্নমটাই বেছে নেব।”

তবে জাভেদ জানাতে ভোলেননি এই কটাক্ষের পাশাপাশি তিনি সাধারণ মানুষের ভালবাসাও পেয়েছে। অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করেন বলেও স্বীকার করেছেন লেখক। তাঁর কথায়, “বহু মানুষ আমার প্রশংসাও করেন, এ কথা না বললে অকৃতজ্ঞতা হয়। তাঁরা আমায় সমর্থন করেন, অনুপ্রেরণা জোগান। তবে এটাও সত্যি যে দু’পক্ষের চরমপন্থীরাই আমায় আক্রমণ করেন।”

Advertisement

সম্প্রতি জাভেদ পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি দাবি করেছেন, “যথেষ্ট হয়েছে। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যেন কড়া পদক্ষেপ করা হয়। সীমান্তে দু’-চারটে বোমা ফেলে কিছু হবে না।” পহেলগাঁও কাণ্ডের পর এ দেশে পাকিস্তানি শিল্পীদের নিষেধাজ্ঞা প্রসঙ্গেও মুখ খুলেছিলেন জাভেদ। তিনি জানিয়েছিলেন, এ দেশে যতটা সম্মান পাকিস্তানি শিল্পীরা পান, ততটা সম্মান ভারতীয় শিল্পীদের দেওয়া হয় না ও দেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement