Entertainment News

ঋষির সঙ্গে নিউ ইয়র্কে দেখা করলেন ভিকি

ঋষিকে দেখতে নিউ ইয়র্কে গেলেন ভিকি কৌশল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৬:৩৫
Share:

ভিকির শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

গত এক বছরেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কে ক্যানসারের চিকিত্সার জন্য রয়েছেন ঋষি কপূর।প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আমির খান, অনুপম খের, আলিয়া ভট্ট, জাভেদ আখতারের মতো একাধিক বলিউড তারকা ঋষিকে দেখতে গিয়েছিলেন। এ বার সেই তালিকায় যোগ হল আরও একটি নাম। ঋষিকে দেখতে নিউ ইয়র্কে গেলেন ভিকি কৌশল

Advertisement

না! শুধুমাত্র ঋষির সঙ্গে দেখা করার জন্য নিউ ইয়র্কে যাননি ভিকি। তিনি নিছকই ছুটি কাটাতে গিয়েছেন। তার মধ্যেই সময় করে ঋষির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে।

কিছুদিন আগেই এক সাক্ষাত্কারে ঋষি বলেছেন, ‘‘১৮ মাস ধরে আমেরিকায় আমার চিকিত্সা চলছে। এখন আমি ক্যানসার ফ্রি। এই লড়াইয়ে নীতু পাশে না থাকলে আমি নিজেকে সামলাতে পারতাম না। আমার সন্তানেরা রণবীর, ঋদ্ধিমা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এখনও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হবে। আরও দু’মাস লাগবে কম করে। আমার পরিবার এবং অনুরাগীদের প্রার্থনা কাজে লেগেছে। সকলকে ধন্যবাদ।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

সুস্থ হয়ে ঋষি কবে কাজে ফিরবেন, এখন সে দিকেই তাকিয়ে রয়েছে সিনে মহল।

আরও পড়ুন, হিরোইনের ক্রেডিটও হিরোকে দেওয়াটা ঠিক নয়, বলছেন রুক্মিণী

@vickykaushal09 with rishi kapoor and neetu kapoor in new York. #vickyKaushal #newyork #neetukapoor#rishikapoor#ranbirkapoor

A post shared by Vicky kaushal (@vicky_kaushal_official) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement