শিবের আরাধনায় ভিকি কৌশল। ছবি: সংগৃহীত।
পরনে সাদা পাজামা। উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে গেরুয়া উত্তরীয়। হাতে ফুলের থালা। কখনও তিনি চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনায় রত, কখনও আবার দুগ্ধস্নাত শিবলিঙ্গকে প্রণাম করছেন। সচরাচর এই রূপে দেখা যায় না তাঁকে। এ বার নেটপাড়ায় এই রূপেই ভাইরাল ভিকি কৌশল। গত কয়েক দিনে বহু বলি তারকা মহাকুম্ভে গিয়ে পুণ্যস্নান করেছেন। এ বার কি সেই পথেই ভিকি? এই রূপে ভিকিকে দেখে প্রশ্ন তোলেন তাঁর অনুরাগীরা।
মহাকুম্ভ নয়। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের মন্দিরে মহাদেবের আরাধনা করলেন ভিকি। ঔরঙ্গাবাদ তথা ছত্রপতি সম্ভাজিনগরের মন্দির শ্রী গৃশনেশ্বরের জ্যোতির্লিঙ্গে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা। হঠাৎ পুজোয় কেন মন তাঁর? খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে ভিকির ছবি ‘ছাভা’। সেই ছবির প্রচারের জন্য দেশের বিভিন্ন শহরে যাওয়ার কথা অভিনেতার। পুজো করেই সেই প্রচারের সূচনা করলেন তিনি।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিষ্ঠা সহকারে পুষ্পারতি করছেন ভিকি। তার সঙ্গে ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলছেন তিনি। সঙ্গ দিচ্ছেন মন্দিরের পুরোহিতেরা। ভিডিয়োয় ভিকিকে তাঁর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি। ছবির ঘোষণা হওয়ার পর থেকে মহারাষ্ট্রে আলোচনার কেন্দ্রে থেকেছে ‘ছাভা’। ঝলক মুক্তির পরে বিতর্কেও পড়েছিল এই ছবি। একটি দৃশ্যে দেখা গিয়েছিল সম্ভাজি মহারাজ তাঁর স্ত্রী যেশুবাইয়ের সঙ্গে নাচছেন। সেই দৃশ্য নিয়ে আপত্তি উঠেছিল নানা মহলে। তার পরে ছবি থেকে বাদ দেওয়া হয় সেই দৃশ্য। ছবিতে যেশুবাইয়ের চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। এ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় খন্না। তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজ়েবের চরিত্রে অভিনয় করেছেন। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।