ডেভিড স্টিল রোম্যান্টিক: ভিক্টোরিয়া

বয়স ৪০। নয় নয় করে বিয়েও হয়ে গিয়েছে দেড় দশকের উপর। চার সন্তানের বাবা। তিনি ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। বিয়ের এত বছর পরেও বেকহ্যাম খুবই রোম্যান্টিক। এই সার্টিফিকেট যে সে লোকের কাছ থেকে নয়, এসেছে একেবারে খোদ স্ত্রী ভিক্টোরিয়ার কাছ থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১২:৫৬
Share:

যুগলে: ডেভিড-ভিক্টোরিয়া বেকহ্যাম

বয়স ৪০। নয় নয় করে বিয়েও হয়ে গিয়েছে দেড় দশকের উপর। চার সন্তানের বাবা। তিনি ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। বিয়ের এত বছর পরেও বেকহ্যাম খুবই রোম্যান্টিক। এই সার্টিফিকেট যে সে লোকের কাছ থেকে নয়, এসেছে একেবারে খোদ স্ত্রী ভিক্টোরিয়ার কাছ থেকে।

Advertisement

এত বছর একসঙ্গে থাকার রহস্য কী?

ভিক্টোরিয়া বলেন, বছর ষোলো আগে তাঁদের দু’জনের এক সঙ্গে পথ চলার শুরু। কিন্তু এখনও একই রকম অটুট স্পাইস গার্ল-বেকসের ভালবাসা। এখনও স্ত্রীকে নিত্য নতুন সারপ্রাইজ দিতে ভালবাসেন বেকস।

Advertisement

স্বামীর কোন গুণ তাঁকে মুগ্ধ করে সবচেয়ে বেশি?

বছর কুড়ি আগে এক ফুটবল ম্যাচ চলাকালীন তাঁদের প্রথম পরিচয়। ম্যাচ শেষে নিজেদের বন্ধুদের নিয়ে ব্যস্ত ছিলেন অন্য ফুটবলাররা। কেউ বা ব্যস্ত পানীয়তে চুমুক দিতে, তখন বেকস দাঁড়িয়েছিল স্টেডিয়ামের এক কোণে। সঙ্গে বাবা, মা এবং ছোট বোন জোয়ান। এত নাম। সকলে এক ডাকে চেনে তবুও কি মাটির মানুষ! পরিবারই বেকহ্যামের কাছে সবচেয়ে আগে। বেকহ্যামের এই পরিবার কেন্দ্রিকতাই ভিক্টোরিয়াকে টেনেছিল সবচেয়ে বেশি। লাজুক হেসে উত্তর গায়িকা-ডিজাইনার ভিক্টোরিয়ার।

এই সংক্রান্ত আরও খবর...

রোম্যান্স ইট লাইক বেকহাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement