Entertainment News

প্রকাশ্য রাস্তায় হঠাত্ কেন রেগে গেলেন অনুষ্কা?

সম্প্রতি মুম্বইতে রাস্তা দিয়ে যেতে যেতে অনুষ্কা দেখেন, এক ব্যক্তি গাড়ি থেকে প্লাস্টিক ফেলছেন রাস্তায়। তখনই গাড়ি থামান অনুষ্কা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুন ২০১৮ ১০:০৫
Share:

অনুষ্কা শর্মা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন তিনি। অন্যায় দেখলে চুপ করে থাকা তাঁর ধাতে নেই। ফের তা প্রমাণ দিলেন অনুষ্কা শর্মা

Advertisement

প্রকাশ্য রাস্তাতেই অগ্নিমূর্তি ধারণ করলেন নায়িকা। কিন্তু ঠিক কী ঘটেছিল? যাতে এতটা রিঅ্যাক্ট করলেন অনুষ্কা? গোটা ঘটনাটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং বিরাট কোহালি

সম্প্রতি মুম্বইতে রাস্তা দিয়ে যেতে যেতে অনুষ্কা দেখেন, এক ব্যক্তি গাড়ি থেকে প্লাস্টিক ফেলছেন রাস্তায়। তখনই গাড়ি থামান অনুষ্কা।

Advertisement

আরও পড়ুন, ব্রেক নিয়ে শহর ছেড়েছিলেন রচনা, কিন্তু কেন?

মুম্বইয়ে সাধারণ কোনও ব্যক্তির সঙ্গে অনুষ্কা শর্মার মতো নায়িকা গাড়ি থামিয়ে কথা বলছেন, এ হয়তো অনেকের কাছেই স্বপ্ন। কিন্তু ওই ব্যক্তির কাছে তা সম্ভবত ছিল দুঃস্বপ্নের সামিল। গাড়ি থেকে অনুষ্কা রেগে উঠে বলেন, “আপনি রাস্তায় নোংরা ফেলছেন কেন? মনে রাখবেন, রাস্তায় আপনি এ ভাবে প্লাস্টিক ফেলতে পারেন না।”

এই ভিডিওটি শেয়ার করে বিরাট লেখেন, “দেখুন, এরা রাস্তায় নোংরা ফেলছেন…। ব্র্যান্ডেড গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? … আপনিও যদি এমন কিছু দেখেন একই ভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।”

আরও পড়ুন, জন্মদিনে নিজেকে কী গিফট দিলেন বিদীপ্তা?

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই অনুষ্কাকে সমর্থন করেছেন। ২০১৭এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানের মুখ ছিলেন অনুষ্কা শর্মা। দর্শক মহলের একটা অংশের মন্তব্য সে কারণেই হয়তো এই পদক্ষেপ করেছেন নায়িকা। & ? ! &

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই অনুষ্কাকে সমর্থন করেছেন। ২০১৭এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানের মুখ ছিলেন অনুষ্কা শর্মা। দর্শক মহলের একটা অংশের মন্তব্য সে কারণেই হয়তো এই পদক্ষেপ করেছেন নায়িকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন