বিদ্যা-কঙ্গনার ঝগড়া?

দুই নায়িকা আর যা-ই হন না কেন, পরস্পরের বন্ধু না কি কখনই হন না! এ রকম একটা প্রবাদ প্রচলিত আছে বলিউডের অন্দরমহলে! সেই গুজবেরই এ বার আঁচ পাওয়া গেল বিদ্যা বালন আর কঙ্গনা রানাউতের বক্তব্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৫ ১৬:০৮
Share:

দুই নায়িকা আর যা-ই হন না কেন, পরস্পরের বন্ধু না কি কখনই হন না! এ রকম একটা প্রবাদ প্রচলিত আছে বলিউডের অন্দরমহলে! সেই গুজবেরই এ বার আঁচ পাওয়া গেল বিদ্যা বালন আর কঙ্গনা রানাউতের বক্তব্যে। নারীকেন্দ্রিক ছবিকে কেন্দ্র করে রীতিমতো তরজায় জড়িয়ে পড়লেন বলিউডের এই দুই ডাকসাইটে নায়িকা!

Advertisement

বলিউডে এখন এমনিতেই নারীকেন্দ্রিক ছবি বানানোর ঝড় উঠেছে! একের পর এক ছবিতে তুলে ধরা হচ্ছে সংগ্রামী নারীদের মাহাত্ম্য। কখনও বা উঠে আসছে সাধারণ মেয়ের দিনযাপনের সাতকাহন। সে দিকে তাকালে দেখা যাচ্ছে, এমন ছবির অনেকগুলোতেই অভিনয় করেছেন বিদ্যা আর কঙ্গনা। সেই প্রসঙ্গেই সম্প্রতি নারীকেন্দ্রিক ছবি নিয়ে প্রশ্ন করা হয়েছিল দুই নায়িকাকে। কিন্তুপ, দু’জনের গলায় শোনা গেল দু’ রকমের সুর!

বিদ্যার বক্তব্য, নারীকেন্দ্রিক শব্দটায় তাঁর কোনও আপত্তি নেই! “সাধারণত বলিউডে ছবির চিত্রনাট্য লেখা হয় নায়কের দৃষ্টিভঙ্গি থেকে। অতএব, যে ছবিতে নায়িকারা প্রাধান্য পাচ্ছেন, সেটাকে নারীকেন্দ্রিক বলতে ক্ষতি কী”, বলছেন বিদ্যা বালন!

Advertisement

দেখুন গ্যালারি: বলিউডের কেন্দ্রে নারী

আর, ঠিক এই জায়গাতেই বিদ্যার বক্তব্য সোজাসাপটা নাকচ করে দিচ্ছেন কঙ্গনা! তাঁর দাবি, আদপে নারীকেন্দ্রিক ছবি বলে কিছু হয় না। “সিনেমায় চরিত্রটাই আসল! চরিত্রটার সঙ্গেই নিজেদের যুক্ত করতে পারেন দর্শকরা! সেই চরিত্র পুরুষ বা নারী দুই হতে পারে! কাজেই নারীকেন্দ্রিক বলে কোনও ছবিকে তকমা দেওয়ার কোনও মানে হয় কি?” পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কঙ্গনা!

আর, দুই নায়িকার এই বক্তব্য নিয়েই এখন জোর কানাঘুঁষো চলছে বলিউডে। নিন্দুকদের দাবি, বিরোধী এই মন্তব্য না কি দুই নায়িকার ঝগড়া লাগার প্রথম ধাপ! তাঁদের কথা সত্যি না কি, সেটা জানা যাবে ঠিক সময় এলে!

পড়ুন: বিদ্যা এ বার বন্ড ওম্যান?

পড়ুন: কঙ্গনা এ বার ৮৫ বছরের বুড়ি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement