Entertainment News

‘বেগমজানে’র প্রথম পোস্টারে বেপরোয়া বিদ্যা বালন

তাঁর শরীরে অন্যের আইন খাটবে না। ঘোষণা বিদ্যা বালনের। থুড়ি বেগমজানের। গণিকালয়ের ‘ম্যাডাম’ এক পা তুলে চেয়ারে বসে। পাশেই দাঁড় করানো গাদা বন্দুক। গড়গড়ার নল হাতে বেপরোয়া ঘোষণা, তাঁর বাড়িতে তাঁরই আইন চলবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৭ ১৭:৪৫
Share:

‘বেগমজান’-এ বিদ্যা বালন। ছবি: সংগৃহীত।

তাঁর শরীরে অন্যের আইন খাটবে না। ঘোষণা বিদ্যা বালনের। থুড়ি বেগমজানের। গণিকালয়ের ‘ম্যাডাম’ এক পা তুলে চেয়ারে বসে। পাশেই দাঁড় করানো গাদা বন্দুক। গড়গড়ার নল হাতে বেপরোয়া ঘোষণা, তাঁর বাড়িতে তাঁরই আইন চলবে। টুইটারে ‘বেগমজানে’র প্রথম পোস্টার রিলিজ করে বিদ্যা বলেন, “আমি আসছি!”

Advertisement

তা সেই পোস্টার দেখে এখনই অনেকে বলতে শুরু করেছেন, চরিত্রের খাতিরে বিদ্যা যে নিজেকে কতটা বদলে ফেলতে পারেন তা এই ছবিতেই বোঝা যায়। হ্যাঁ! চরিত্রের সঙ্গে বার বার মিশে গিয়েছেন বিদ্যা। তা সে ‘কহানি’র বিদ্যা বাগচীই হোক বা ‘ডার্টি পিকচার’ সিল্ক স্মিতার চরিত্র। এ বার সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’র হিন্দি রিমেকেও চরিত্রের গভীরে তলিয়ে গিয়েছেন তিনি।

‘বেগমজান’-এ একটি দৃশ্যে বিদ্যা বালন ও গহর খান। ছবি: সংগৃহীত।

Advertisement

ফিল্মের পোস্টার ছাড়াও বুধবার নারী দিবসে আরও একটা ছবি টুইট করেছেন তিনি। তাঁর ‘পরিবারে’র সকলকে নিয়ে বিদ্যা জানিয়েছেন, আগামী ১৪ মার্চ এর ট্রেলার রিলিজের কথাও।

আরও পড়ুন

নতুন আলোর দিশায় সোনাক্ষীর ‘নুর’?

দেশভাগের সময়কার পঞ্জাব উঠে এসেছে এ ফিল্মে। ঋতুপর্ণার চরিত্রেই রয়েছেন বিদ্যা। সঙ্গে নাসিরুদ্দিন শাহ, ইলা অরুণ, পল্লবী সারদা ও রজিত কপূরের মতো অভিনেতা। গুলাবোর চরিত্রে রয়েছেন পল্লবী। পোস্টার রিলিজের পর টুইটারে তিনি অনুরোধ করেছেন, “হামারে বেগমজান কো মিলনা জরুর!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement