বিদ্যার হাওয়া হাওয়াই

সকলেই জানেন শ্রীদেবীর খুব বড় ফ্যান বিদ্যা। তিনি নিজেও এ কথা অনেক বার বলেছেন। হাওয়া-হাওয়াই রিক্রিয়েট করার দায়িত্বে এক বঙ্গতনয়।

Advertisement
শেষ আপডেট: ০১ জুন ২০১৭ ০১:১২
Share:

বিদ্যা

পুরনো দিনের গানকে রিক্রিয়েট করার ধুম পড়েছে। বিদ্যা বালন তাঁর ‘তুমহারি সুলু’ ছবিতে এ বার শ্রীদেবীর গানের তালে নাচবেন। ‘মিস্টার ইন্ডিয়া’র হাওয়া-হাওয়াইয়ে পারফর্ম করতে দেখা যাবে বিদ্যাকে। সকলেই জানেন শ্রীদেবীর খুব বড় ফ্যান বিদ্যা। তিনি নিজেও এ কথা অনেক বার বলেছেন। হাওয়া-হাওয়াই রিক্রিয়েট করার দায়িত্বে এক বঙ্গতনয়। তনিষ্ক বাগচী মুম্বইয়ে এখন পরিচিত নাম। এর আগে তিনি ‘হাম্মা হাম্মা’ গানটি নতুন করে অ্যারেঞ্জ করেছিলেন। শ্রীদেবীর গানে লিপ দিয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। তনিষ্ক জানাচ্ছেন, এই গানেও কবিতার গলা শোনা যাবে। শুধু অ্যারেঞ্জমেন্টটা নিজের মতো করে করবেন সুরকার।

Advertisement

শ্রীদেবী

এ দিকে মধুর ভান্ডারকরও রাজ কপূরকে ট্রিবিউট দিতে চান বলে তাঁর ‘আওয়ারা’ ছবির টাইটেল ট্র্যাককে নিজের ছবি ‘মুম্বই মিস্ট’-এ ব্যবহার করবেন। তাঁর কথায়, ‘‘আওয়ারা হুঁ গানটি শুধু ভারতে নয় রাশিয়া, চিনেও জনপ্রিয়। রাজ কপূরকে ট্রিবিউট দেওয়ার জন্য এর চেয়ে ভাল উপায় জানা ছিল না আমার।’’ ট্রিবিউট কিংবা চট করে জনপ্রিয়তা যে কারণেই হোক না কেন, পুরনো গান এখনকার ছবিতে বারে বারে ফিরে আসছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement