Vikrant Massey

দীপিকা বা সারা, কাউকেই পছন্দ নয়! কোন নায়িকাকে সহ-অভিনেত্রী হিসাবে চান বিক্রান্ত?

এক দিকে এই মুহূর্তের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্য দিকে নতুন প্রজন্মের তারকা সন্তানদের মধ্যে রয়েছেন সারা আলি খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ১৬:০৮
Share:

দীপিকা পাড়ুকোন ও সারা আলি খানের মধ্যে কাকে পছন্দ বিক্রান্ত মাসের? ছবি: সংগৃহীত।

দীপিকা পাড়ুকোন না কি সারা আলি খান? কোন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে ইচ্ছুক? এক সাক্ষাৎকারে বিক্রান্ত মাসেকে এই প্রশ্ন করা হয়েছিল। এক দিকে এই মুহূর্তের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শুধু বলিউড নয়। দক্ষিণী ছবির দুনিয়াতেও তাঁর বিশেষ খ্যাতি রয়েছে। বলিউডের বহু বড় বাজেটের সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তাই তাঁর সঙ্গে জুটি বাঁধতে যে কোনও অভিনেতাই আগ্রহী হবেন।

Advertisement

অন্য দিকে নতুন প্রজন্মের তারকা সন্তানদের মধ্যে রয়েছেন সারা আলি খান। একাধিক বড় মাপের ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই অক্ষয় কুমার ও রণবীর সিংহের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। কিন্তু দীপিকা ও সারার মধ্যে কাউকেই বেছে নেননি বিক্রান্ত। বরং সহ-অভিনেত্রী হিসাবে অনুষ্কা শর্মাকে পছন্দ অভিনেতার।

বিক্রান্ত বলেন, “আমি বরং অনুষ্কা শর্মার সঙ্গে কাজ করতে চাইব।” ‘দিল ধড়কনে দো’ ছবিতে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত। কিন্তু এ বার তিনি অনুষ্কার সঙ্গে জুটি বাঁধতে চান।

Advertisement

আসন্ন ছবি ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর প্রচার নিয়ে ব্যস্ত বিক্রান্ত। গোধরাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এই ছবিতে কাজ করার জন্য তাঁর কাছে খুনের হুমকিও নাকি এসেছে। তবে তা নিয়ে খুব একটা চিন্তিত নন বলে জানিয়েছেন বিক্রান্ত। তার এই ছবির পুরোটাই তথ্যের উপর নির্ভর করে তৈরি। কোনও পক্ষের হয়ে এই ছবিতে কথা বলা হয়নি বলে তাঁর দাবি। ছবির প্রযোজক একতা কপূরেরও একই মত। বিক্রান্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাশি খন্না ও ঋধি ডোগরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement