CompairBetween Vinod Khanna And Akshaye Khanna

নারীতে ‘না’ ছিল না! একাধিক বিয়ে বিনোদের, অথচ ছেলে অক্ষয় ছাঁদনাতলাতেই গেলেন না! কেন?

একাধিক বার বিনোদ সাক্ষাৎকারে বলেছেন, যৌনতা নিয়ে কখনওই তাঁর ছুতমার্গ ছিল না। একাধিক নায়িকার সঙ্গে নাম জড়ানোর পরেও অক্ষয় অবিবাহিত!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৩২
Share:

বিনোদ খন্না এবং অক্ষয়ী খন্না। ছবি: সংগৃহীত।

মাত্র একটি দৃশ্যে নাকি বাবাকে অনুসরণ করেছেন ছেলে। তা-ও নাচের কয়েকটি মুদ্রা। এমন মত বলিউডের একাংশের। তাতেই বাবা-ছেলের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে তুলনা শুরু!

Advertisement

কথা হচ্ছে বিনোদ খন্না এবং তাঁর বড় ছেলে অক্ষয় খন্নাকে নিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘ধুরন্ধর’। তাতেই নতুন করে আলোচনার কেন্দ্রে তাঁরা। দুই অভিনেতাকেই যাঁরা দেখেছেন তাঁদের দাবি, এক পেশাজীবন হলেও বাবা-ছেলে যেন মুদ্রার এ পিঠ-ও পিঠ! কী রকম? প্রথম জনের নারী-আসক্তির কথা সবাই জানেন। দ্বিতীয় জনের সঙ্গে একাধিক নায়িকার নাম জড়িয়েছে। কিন্তু কোনও দিন তিনি বিয়ের পিঁড়িতে বসলেন না!

যেমন, যৌনতা নিয়ে, অত্যাধিক নারী-আসক্তি নিয়ে কোনও দিন রাখঢাক ছিল না বিনোদের। একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি তখন অবিবাহিত। স্বাভাবিক ভাবেই নারীর প্রতি দুর্বল। বাকি পুরুষের মতো আমারও শারীরিক চাহিদা রয়েছে। এটা তো কোনও অস্বাভাবিক ব্যাপার নয়!” তাই নারীসঙ্গের মতো গোপন বিষয়েও প্রয়াত তারকা ছিলেন খোলা খাতা।

Advertisement

তাঁর ছেলে অক্ষয় সম্পূর্ণ বিপরীত! করিশ্মা কপূর, তারা শর্মার মতো নায়িকার সঙ্গে বার বার তাঁর নাম জড়িয়েছে। অভিনেতা কোনও দিন সে বিষয়ে মুখ খোলেননি। উল্টে তারা সম্পর্কে তাঁর মত, তাঁরা খুব ভাল বন্ধু।

একই ভাবে বিনোদ দু’বার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী গীতাঞ্জলি খন্নার সন্তান অক্ষয়। তাঁর দ্বিতীয় স্ত্রী কবিতা। অন্য দিকে অক্ষয়ের মত, শান্তিতে জীবন কাটাতে চাইলে বিয়ে, সংসার না করাই ভাল। তাঁর দাবি, “স্ত্রী-সংসার-সন্তানের দায়িত্ব যথেষ্ট গুরুদায়িত্ব। সবসময় চিন্তামুক্ত জীবনযাপন করতে চেয়েছি। দায়িত্বপালনে স্বচ্ছন্দ নই। নিজের মতো করে জীবন কাটাতে পারছি। আমি এতেই সুখি।”

শুধু ভাবনাতেই নয়, চেহারাতেও খুব বেশি সাদৃশ্য নেই বিনোদ-অক্ষয়ের। বাবার মুখের আদল তাঁর সঙ্গে মিললেও শারীরিক গঠনে বাবার মতো ‘হি ম্যান’ নন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement