Dipika Chikhlia

রাজীব গাঁধীর সঙ্গে ছবি শেয়ার করে কী লিখলেন ‘সীতা’!

৫৪ বছরের অভিনেত্রী রবিবার নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছেন একটি পুরনো ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৪:২৩
Share:

রাজীব গাঁধীর সঙ্গে রামায়ের ‘সীতা’। ছবি ইনস্টাগ্রাম নেওয়া।

লকডাউনে রামানন্দ সাগরের রামায়ণের পুনঃসম্প্রচার শুরু করেছে দূরদর্শন। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পুরনো স্মৃতি তুলে ধরছেন, সেই রামায়ণে রাম, লক্ষণ ও সীতার ভূমিকায় অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীরা। ওই ধারাবাহিকে সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা চিকলিয়া। ৫৪ বছরের অভিনেত্রী রবিবার নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছেন একটি পুরনো ছবি। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী সঙ্গে।

Advertisement

রামায়ণ প্রথম বারের জন্য সম্প্রচারিত হয় ১৯৮৭তে। সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গাঁধী। দীপিকার পোস্ট করা ছবিতে রাজীব গাঁধীর বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। সেই ছবিতে দেখা যাচ্ছে রামানন্দ সাগর ও রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিলকে।

ছবিটি পোস্ট করে ‘সীতা’ লিখেছেন, ‘‘প্রথমবারের জন্য সমাদৃত হলাম। বুঝলাম ইতিহাস সৃষ্টি করতে চলা রামায়ণের অংশ আমরা। মনে করছি সেই দিনটা, যেদিন দেখা করার জন্য প্রধানমন্ত্রীর ফোন পেলাম।’’ দেখুন সেই ছবি—

Advertisement

This is the 1st time we were felicitated ....we realized we were a part of a legacy Ramayan ..we created history ...remember the day vividly when we got a call from delhi to meet the PM ...#rajivgandhi#feliciate#delhji#ramayan#ramayanworld#sagarworld#shivsagar#lockdowndisriessa

A post shared by Dipika (@dipikachikhliatopiwala) on

আরও পড়ুন: ইকা বিনা পরমব্রতের লকডাউন

আরও পড়ুন: অক্ষয়ের ছবির অনলাইন রিলিজ়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন