চেন্নাইয়ের আমন খান। ছবি: সমাজমাধ্যম।
নিলামে তাঁর মধ্যে প্রতিভা দেখতে পেয়েছিল চেন্নাই। বিভিন্ন দলের সঙ্গে অল্প লড়াই করে কিনেওছিল তারা। সেই বোলারই লজ্জার বিশ্বরেকর্ড গড়লেন বিজয় হজারে ট্রফিতে। ১০ ওভারে দিলেন ১২৩ রান। নিয়েছেন মাত্র একটি উইকেট। লিস্ট এ ক্রিকেটে এটি বিশ্বরেকর্ড।
সোমবার ঝাড়খন্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল পুদুচেরি। সেই ম্যাচে পুদুচেরির অধিনায়ক আমন খানকে বেধড়ক আক্রমণ করলেন ঝাড়খন্ডের ব্যাটারেরা। সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন অধিনায়ক কুমার কুশাগ্র। পরের দিকে আমনের বলে আক্রমণাত্মক ব্যাট করেন অনুকূল রায় এবং মহম্মদ কৌনাইন কুরেশিও।
দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার খেয়েছেন আমনই। প্রতি ওভারে ১২.৩০ রান করে দিয়েছেন। এর আগে লিস্ট এ ক্রিকেটে ১০ ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির ছিল অরুণাচল প্রদেশের মিবোম মিসুর। তিনি বিহারের বিরুদ্ধে ১১৬ রান দিয়েছিলেন। সেই নজির ভেঙে গেল এ দিন। আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির রয়েছে নেদারল্যান্ডসের বাস দে লিডের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৫ রান দিয়েছিলেন তিনি।
আমন খারাপ খেললেও চেন্নাইয়ের আর এক ক্রিকেটার ভাল খেলেছেন। তিনি মহারাষ্ট্রের রামকৃষ্ণ ঘোষ। তিনি হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৯.৪ ওভার বল করে ৪২ রানে ৭ উইকেট নিয়েছে। বিজয় হজারের ইতিহাস ১২তম বোলার হিসাবে ইনিংসে সাত বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।