রঞ্জিতে দিল্লি বনাম জম্মু ও কাশ্মীরের একটি ম্যাচ। ছবি: পিটিআই।
চলতি বছরে ভারতের অনেক প্রথম সারির ক্রিকেটারেরাই ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন। আগামী দিনে তা আরও বাড়তে পারে। সে কথা ভেবেই আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয় একটি প্রযুক্তি ঘরোয়া ক্রিকেটেও চালু করতে চাইছে ভারতীয় বোর্ড। তবে সমস্যা একটিই। অর্থ।
সম্প্রতি বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটের খবর, সেখানেই ঘরোয়া ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস চালু করা নিয়ে আলোচনা হয়। প্রথম ধাপ এগোনো গিয়েছে। তবে চালু হবেই এমন কোনও ইঙ্গিত নেই। ২২ ডিসেম্বর অনলাইন বৈঠকে যে যে পরামর্শ দেওয়া হয়েছিল, তা বোর্ডকর্তারা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।
সবচেয়ে বড় বাধা হল অর্থ। আইসিসি যে হকআই প্রযুক্তির অনুমোদন দিয়েছে এবং যা ডিআরএসে ব্যবহার করা হয়, তাতে প্রচুর অর্থ লাগবে। আনুমানিক ৯ লক্ষ টাকা খরচ হবে প্রতি ম্যাচে। বোর্ড প্রতি বছর বিভিন্ন ফরম্যাট মিলিয়ে ১৫০০টি ম্যাচ আয়োজন করে। ফলে এক ধাক্কায় বোর্ডের কোষাগারে টান পড়বে অনেকটাই।
বোর্ডকর্তারা অ্যাপেক্স কাউন্সিলকে জানিয়েছেন, প্রস্তাব তাঁরা অবশ্যই খতিয়ে দেখবেন। কিন্তু খরচটাই মূল সমস্যা। সব ফরম্যাটের সব ম্যাচে এই প্রযুক্তি চালু করতে চাইলে বছরে ১৫০ কোটির কাছাকাছি খরচ হবে।
ঘরোয়া একটি প্রযুক্তিও রয়েছে। আইআইটি-র ছাত্রেরা একটি প্রযুক্তি তৈরি করেছেন। সেটি চালু করতে গেলে প্রতি ম্যাচে ২.৫-৩ লক্ষ টাকা খরচ হবে। অবশ্য তাতে অনেক ফাঁক রয়েছে। আইসিসি-ও এখনও অনুমোদন দেয়নি। ঘরোয়া ক্রিকেটে তা চালু হতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল।