sylhet titans

বিপিএল নিয়ে ভাবি না, আইপিএল নিয়ে ভাবি! বললেন খোদ বাংলাদেশ প্রিমিয়ার লিগ দলের মেন্টরই, বিতর্ক

সিলেট টাইটান্সের উপদেষ্টার মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিপিএল নিয়ে ভাবার কোনও সময় নেই তাঁর। মাথায় ঘোরে শুধু আইপিএল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:১২
Share:

সিলেট টাইটান্স দল। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিতর্কের কোনও শেষ নেই। এ বার সিলেট টাইটান্সের উপদেষ্টার একটি মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, বিপিএল নিয়ে ভাবার কোনও সময় নেই তাঁর। মাথায় ঘোরে শুধু আইপিএল।

Advertisement

চট্টগ্রাম বনাম রংপুর ম্যাচে হাজির হয়েছিলেন সিলেটের মালিক ফাহিম চৌধুরী। সেখানে তিনি বলেন, “আমি দুঃখিত। বিপিএল নিয়ে ভাবার সময় নেই আমার। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। যদি কোনও রকমে সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারি, তা হলে ভারত, পাকিস্তান যেখান থেকে হোক ক্রিকেটার নিয়ে আসব। আমি ফাঁকা চেক দিয়ে দেব।”

তিনিও আরও বলেন, “বিপিএলে কোনও দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে।” উল্লেখ্য, আইপিএল গোটা ক্রিকেটবিশ্বের মধ্যে সফলতম টি-টোয়েন্টি লিগ। পরিসংখ্যানই সে কথা বলছে। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান তো দূরের কথা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিগও এখনও ভারতের সমকক্ষ হতে পারেনি।

Advertisement

এ দিকে, ইংরেজ ক্রিকেটার মইন আলিকে ‘সিলেটের জামাই’ বলে উল্লেখ করেছেন ফাহিম। তাঁর কথায়, “মইন আলি আমাদের জামাই। আর জামাইকে যখন বাড়ি থেকে ডাক দেওয়া হয় তখন তো না করা যায় না। তাই জন্যই মইন আলি চলে আসছে।”

বিপিএলের প্রথম দুই ম্যাচের একটিতে জিতলেও অপরটিতে হেরে গিয়েছে সিলেট। দ্বিতীয় ম্যাচে তারা হারিয়েছে নোয়াখালি এক্সপ্রেসকে।

বিপিএল শুরুর আগেই বিতর্ক হয়েছিল চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে। দলের দায়িত্ব ছেড়ে দেন মালিক। শেষমেশ বাংলাদেশ বোর্ডই দলের দায়িত্ব নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement