Dev

Viral: নতুন বছরে ‘ধূমকেতু’র ধুম! ছবি-মুক্তি নিয়ে কী বলছেন দেব, প্রযোজক রানা?

করোনা আবহে সত্যিই মুক্তি পেতে চলেছে ধূমকেতু?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ১৮:২৩
Share:

শুভশ্রী এবং দেব।

বছর আসে বছর যায়। প্রতি বছরেই শোনা যায়, মুক্তির পথে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’। ২০২২ আসতেই একই ঘটনার পুনরাবৃত্তি। ২০১৬-র ছবি নাকি চলতি বছরেই প্রেক্ষাগৃহের মুখ দেখতে চলেছে! বৃহস্পতিবার এই খবরে উত্তাল ফেসবুক। ছবির ফ্যানপেজে পোস্ট করা এই ঘোষণা দেখে নড়ে বসেছে টলি পাড়া। করোনা আবহে সত্যিই মুক্তি পেতে চলেছে প্রযোজক রানা সরকার এবং ভায়াকমের১৮-র এই ছবিটি? যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব অধিকারী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবিতেই প্রস্থেটিক রূপটান নিয়ে ৭০ বছরের বয়স্কের ভূমিকায় দেখা যাবে দেবকে।এই ছবি তাই বরাবরই দেবের বুকের কাছের ছবি। এর আগে একাধিক সাক্ষাৎকারে দেব সে কথা স্বীকারও করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে ছবির প্রযোজক রানার সাফ জবাব, ‘‘ঘটনাটি সত্যি হলে সবার মতো আমিও খুবই খুশি হতাম। কিন্তু আপাতত সেটি হচ্ছে না। ‘ধূমকেতু’র মুক্তি বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। তবে দর্শকেরা এখনও ছবিটির জন্য সাগ্রহে অপেক্ষা করে আছেন, সে খবর অবশ্য আমার কাছে আছে। সেই কারণেই হয়তো এই পোস্ট। এবং দেব-শুভশ্রী অভিনীত ছবি বলেই গুঞ্জন আবারও ভাইরাল।’’

তার পরেই বিস্ফোরক তিনি। তাঁর অভিযোগ, ‘‘আমার সঙ্গে ছবির যৌথ প্রযোজক ভায়াকম ১৮। এসভিএফ প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার মহেন্দ্র সোনি দেব এবং আমায় নিয়ে এক সঙ্গে বসেন। ছবি-মুক্তি নিয়ে আলোচনাও করেন। কিন্তু সমস্যা অন্যত্র। যৌথ প্রযোজক ছবি নিয়ে সহযোগিতা করছে না। ফলে, ছবিটি মুক্তি পাচ্ছে না।’’ রানার আরও দাবি, তিনি প্রযোজনা সংস্থার থেকে ২ কোটি ১২ লক্ষ টাকা পান। ছবির মুক্তির কারণে সেই টাকা তিনি ফেরত দিতে চেয়েছিলেন ভায়াকম ১৮-কে। বদলে প্রযোজনা সংস্থা নাকি তাঁর কাছে ছবি তৈরি বাবদ বাড়তি ২৪ শতাংশ অর্থ দাবি করেছে। যা তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। ফলে, ছবির ভবিষ্যত বিশ বাঁও জলে। রানার ক্ষোভ, ‘‘মুম্বইয়ে বসে বাংলার সূক্ষ্ম অনুভূতি বোঝা সম্ভব নয়। ছবিটিকে ঘিরে বাঙালির উন্মাদনা কতটা, বুঝতে পারছে না বলিউডের প্রযোজনা সংস্থা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ভায়াকম ১৮-এর বাণিজ্য শাখার প্রধান সাগ্নিক ঘোষের সঙ্গেও। এ বিষয়ে তাঁর সাফ জবাব, ‘‘আমি গত ৬ মাস হল যোগ দিয়েছি। ফলে, ছবি এবং তাঁর অতীত সম্পর্কে কিছুই জানি না। তাই ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে আমার পক্ষে কিছুই বলা সম্ভব না।’’ সাগ্নিকের আরও দাবি, তিনি জানেন না ছবির ফ্যানপেজ থেকে এ রকম কোনও পোস্ট ভাইরাল হয়েছে। এই মুহূর্তে তিনি কোভিড আক্রান্ত। সুস্থ হয়ে বিষয়টি সম্পর্কে অবশ্যই তিনিও খবর নেবেন।

বৃহস্পতিবারের ভাইরাল পোস্ট নিয়ে শুক্রবার নাড়াচাড়া পড়তেই এ দিন বিকেলে মুখ খোলেন দেব স্বয়ং। ফেসবুকে তিনি জানিয়েছেন, ‘গত দু’দিন ধরে আমার সোশ্যাল মিডিয়ায় ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে পোস্টের বন্যা। অনেকের মতো আমিও চাই ‘ধূমকেতু’ মুক্তি পাক। কিন্তু সত্যি বলতে কি, মুক্তি নিয়ে আমার কাছে এখনও পর্যন্ত কোন খবর নেই।’ এই মুহূর্তে করোনায় ভুগছেন তিনিও। সেই জায়গা থেকেই অনুরাগীদের ফের সাবধান করেছেন ঘাটালের সাংসদ, বাইরে যাওয়ার সময় কেউ যেন মাস্ক পরতে না ভোলেন। এতে নিজের পাশাপাশি তাঁর প্রিয় জনও রক্ষা পাবেন। লেখেন, ‘আমি একদম ঠিক আছি। কোনও বড় উপসর্গ নেই। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement