Tiktok

টিকটক ভিডিয়োর মাধ্যমে হেমা মালিনী-মনোজ কুমারের বিখ্যাত দৃশ্য মনে করালেন দম্পতি

এই অ্যাপ নিয়ে জনসাধারণের উৎসাহে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বি‌ভিন্ন প্ল্যাটফর্মে টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়া দেখেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৪:৫৬
Share:

ক্রান্তি সিনেমার গানের দৃশ্য এ ভাবেই ফুটিয়ে তুলেছেন ওই দম্পতি। ছবি টিকটক ভিডিয়োর দৃশ্য।

প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে ‘টিকটক’ ভিডিয়ো শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করেছে মাদ্রাজ হাই কোর্ট। গুগল ও অ্যাপলের স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপটি। কিন্তু এই অ্যাপ নিয়ে জনসাধারণের উৎসাহে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বি‌ভিন্ন প্ল্যাটফর্মে টিকটক ভিডিয়ো ছড়িয়ে পড়া দেখেই।

Advertisement

যেমন সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এক দম্পতির টিকটক ভিডিয়ো। সেই ভিডিয়োতে ওই দম্পতি অভিনয় করছেন ‘ক্রান্তি’ সিনেমার গানের একটি বিখ্যাত দৃশ্যে। ‘জিন্দেগি কি না টুটে লাড়ি’ গানের সেই নাটকীয় দৃশ্যে এক সময় দেখা গিয়েছিল হেমা মালিনী ও মনোজ কুমারের অভিনয়। সিনেমার সেই ভঙ্গিই টিকটক ভিডিয়োতে ফুটিয়ে তুলেছেন ওই দম্পতি। তাঁদের সেই অভিনয়ের প্রশংসাও করেছেন নেটিজেনরা।

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, টিকটকের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষেও সওয়াল করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘এই কারণেই টিকটককে নিষিদ্ধ করা উচিত নয়। আহা কী সুন্দর প্রচেষ্টা।’ আবার কেউ বলেছেন, ‘টিকটক নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার দারুণ জায়গা।’ দেখুন ভাইরাল হওয়া টিকটকের সেই ভিডিয়ো-

Advertisement

হেমা মালিনী ও মনোজ কুমার অভিনীত ‘ক্রান্তি’ সিনেমার ‘জিন্দেগি কি না টুটে লাড়ি’- গানের ভিডিয়ো-

দুটি ভিডিয়োর মধ্যে কোনটি বেশি ভাল লাগল আপনার?

আরও পড়ুন: ‘কনের মর্যাদা প্রাপ্য রূপান্তরকামীরও’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement