Mika Singh

করাচিতে প্রাক্তন পাক রাষ্ট্রপতির আত্মীয়ের বিয়েতে গান গাইলেন মিকা সিংহ!

সেই উত্তাপের আবহেই পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের আত্মীয়ের বিয়েতে গান গাইলেন বলিউড গায়ক মিকা সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ১৭:৪৯
Share:

বলিউড গায়ক মিকা সিংহ। ছবি টুইটার থেকে সংগৃহীত।

কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে চাপান উতোর। সেই উত্তাপের আবহেই পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফের আত্মীয়ের বিয়েতে গান গাইলেন বলিউড গায়ক মিকা সিংহ

Advertisement

মিকার সেই গান গাওয়ার ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন জনপ্রিয় পাকিস্তানি সাংবাদিক নিয়ালা ইনায়াত। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘মুশারফের আত্মীয়ের বিয়েতে ভারতীয় গায়ক মিকা সিংহের পারফরম্যান্সে খুশি। এটা নওয়াজ শরিফের আত্মীয় হলেই গদ্দারি হ্যাশট্যাগের বৃষ্টি নেমে যেত।’’

নিয়ালার আপলোড করা সেই ভিডিয়োতে ‘জুম্মে কি রাত হ্যায়’ ও ‘আঁখ মারে’ গানগুলি গাইতে দেখা যাচ্ছে মিকাকে। সেই অনুষ্ঠানে মিকা ছাড়াও ১৪ জন ভারতীয় উপস্থিত ছিলেন। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এই অনুষ্ঠানে গান করার জন্য প্রায় এক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন মিকা।

Advertisement

এই ভিডিয়ো দেখে কিছু টুইটারে পাকিস্তানের প্রতিক্রিয়া, ‘‘কাশ্মীরকে আশাহত করেছে ভারত। কিন্তু করাচিতে পারফরম্যান্স করছে ভারতীয় গায়ক। এটাই নতুন পাকিস্তান।’’

আরও পড়ুন: ‘আমি প্রচণ্ড দেশভক্ত’, পাক মহিলার অভিযোগের উত্তরে প্রিয়ঙ্কার জবাব মন জিতল নেটিজেনদের

আরও পড়ুন: স্বামীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ করলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement