Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Priyanka Chopra

‘আমি প্রচণ্ড দেশভক্ত’, পাক মহিলার অভিযোগের উত্তরে প্রিয়ঙ্কার জবাব মন জিতল নেটিজেনদের

প্রিয়ঙ্কার সেই জবাবে দেশভক্তি ফুটে উঠেছে বলে দাবি করে প্রশংসায় মেতছেন নেটিজেনরা।

পাক মহিলার অভিযোগের জবাব দিচ্ছেন প্রিয়ঙ্কা। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

পাক মহিলার অভিযোগের জবাব দিচ্ছেন প্রিয়ঙ্কা। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা 
লস অ্যাঞ্জেলস শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৯ ১১:৫৯
Share: Save:

আমেরিকাতে বসেই ফের ভারতবাসীর হৃদয় জিতলেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে অভিনয়ের মাধ্যমে নয়। এক পাকিস্তানি মহিলার অভিযোগের জবাব ঠান্ডা মাথায় ভদ্রতার সঙ্গে দিয়ে। আর প্রিয়ঙ্কার সেই ‘জবাব’ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। প্রিয়ঙ্কার সেই জবাবে দেশভক্তি ফুটে উঠেছে বলে দাবি করে প্রশংসায় মেতছেন নেটিজেনরা।

গত শনিবার বিউটিকন ফেস্টিভ্যাল লস অ্যাঞ্জেলস ২০১৯ অনুষ্ঠানে এসেছিলেন ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা। সেখানে এসে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। সে সময় পাকিস্তানের এক মহিলা বালাকোট এয়ার স্ট্রাইকের পর প্রিয়ঙ্কার করা একটি টুইট নিয়ে প্রশ্ন তোলেন। তার পর দোষারোপের ভঙ্গিতে প্রিয়ঙ্কার উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি রাষ্ট্রপুঞ্জের গুডউইল অ্যাম্বাসাডর। আর আপনি পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের জন্য উৎসাহিত করছেন! এ ছাড়া আপনার আর কিছু করার নেই। এটাই আপনার ব্যবসা।’’

মঞ্চে বসে এই অভিযোগ শুনে অবশ্য মেজাজ হারাননি প্রিয়ঙ্কা। শান্ত ভাবেই এই অভিযোগের উত্তর দেন তিনি। বলেন, ‘‘আমি ভারতীয়, কিন্তু পাকিস্তানে আমার প্রচুর বন্ধু আছেন। যুদ্ধ আমি পছন্দ করি না। আমি যুদ্ধের পক্ষপাতীও নই। কিন্ত আমি প্রচণ্ড দেশভক্ত। তাই আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী।’’

এর পরই ভারত-পাক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘নিশ্চই এর কোনও না কোনও সমাধান সূত্র বেরোবে। আমরা তত দিন অবশ্যই ধৈর্য ধরব। কারণ, আমরা ভালবাসার পক্ষে।’’

আরও পড়ুন: ‘আমি কি কোনও দিন রোগা ছিলাম?’

আরও পড়ুন: নকল হইতে সাবধান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra Viral Video USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE