বিরাটকে চুমু খেলেন অনুষ্কা! দেখুন ছবি

খবরটা সত্যি চমকে দেওয়ার মতোই! তবে এমন ছবিই কিন্তু ধরা পড়েছে বি-টাউনের এক চিত্র সাংবাদিকের ক্যামেরায়। খুব সম্প্রতি মুম্বইয়ে ব্যক্তিগত কিছু কাজের জন্য গিয়েছিলেন বিরাট কোহালি। মুম্বই বিমানবন্দর থেকে প্রথমেই সোজা অনুষ্কার সঙ্গে দেখা করতে ছুটে যান তিনি। দেখা করেন, বেশ খানিকটা সময়ও কাটান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ১২:১৯
Share:

খবরটা সত্যি চমকে দেওয়ার মতোই! তবে এমন ছবিই কিন্তু ধরা পড়েছে বি-টাউনের এক চিত্র সাংবাদিকের ক্যামেরায়। খুব সম্প্রতি মুম্বইয়ে ব্যক্তিগত কিছু কাজের জন্য গিয়েছিলেন বিরাট কোহালি। মুম্বই বিমানবন্দর থেকে প্রথমেই সোজা অনুষ্কার সঙ্গে দেখা করতে ছুটে যান তিনি। দেখা করেন, বেশ খানিকটা সময়ও কাটান। আর তার পর একে অপরকে বিদায় জানানোর সময় দু’জন ঠিক যে ভাবে ধরা পড়লেন ক্যামেরায় তাতে অনেকেই মনে করছেন সেটা ‘বিদায় চুম্বন’ ছাড়া আর কীই হতে পারে!
বিরাটকে সি-অফ করার আগে তাঁর গাড়িতেও কিছু ক্ষণ সময় কাটান অনুষ্কা। গাড়ি থেকে নামার আগে জড়িয়ে ধরেন একে অপরকে। আর গোটা ব্যপারটাই ঘটনা চক্রে ধরা পড়ে যায় সাংবাদিকের ক্যামেরায়।
কিছুদিন আগেও বলি-মিডিয়ার খবর ছিল বিরাট-অনুষ্কার নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু এই ছবি সামনে আসার পর সেই খবর ধোপে টিকবে তো?

Advertisement



এই সেই ছবি।

আরও পড়ুন...
ডেটে গিয়ে ক্যামেরাবন্দি বিরাট-অনুষ্কা!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement