Entertainment News

ভালবাসার মানুষের সঙ্গে ছুটির মুহূর্তের সেলফি শেয়ার করলেন বিরাট

সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার সঙ্গে একটি সেলফি পোস্ট করেন বিরাট। তিনি লিখেছেন, ‘মাচ নিডেড ব্রেক উইথ মাই লভ।’ অর্থাত্ দীর্ঘ অপেক্ষার পর ভালবাসার মানুষটির সঙ্গে ছুটির মুহূর্ত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ১৩:০০
Share:

বিরাটের শেয়ার করা সেই সেলফি। ছবি: বিরাটের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

প্রথম ছবিটা পাপারাত্‌জিরা পেয়েছিলেন গত বুধবার। নিউ ইয়র্কের রাস্তায় ধূসর ট্রাউজার ও নীল টি-শার্টে বিরাট কোহলি। সঙ্গে কালো শর্টস ও সাদা-কালো অফ শোল্ডার টপে অনুষ্কা শর্মা। যুগলে যে নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন তখনই তা স্পষ্ট হয়ে যায়। পরে সেই খবরই কনফার্ম করেন বিরাট স্বয়ং। কী ভাবে জানেন?

Advertisement

আরও পড়ুন, ‘ফড়িং’এর পর ‘ভালবাসার শহর’, ফের ছক্কা হাঁকালেন ইন্দ্রনীল

সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার সঙ্গে একটি সেলফি পোস্ট করেন বিরাট। তিনি লিখেছেন, ‘মাচ নিডেড ব্রেক উইথ মাই লভ।’ অর্থাত্ দীর্ঘ অপেক্ষার পর ভালবাসার মানুষটির সঙ্গে ছুটির মুহূর্ত।

Advertisement

ইন্ডাস্ট্রি সূত্রে খবর সম্ভবত আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্কে রয়েছেন অনুষ্কা। সেখানেই বিরাটের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। ইতিমধ্যেই রবি শাস্ত্রীঅনিল কুম্বলে বিতর্কে আঙুল ওঠে বিরাটের দিকে। কিন্তু সে সবে কর্ণপাত না করেই নিজের মতো করে বান্ধবীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। ! 😇❤️

! 😇❤️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement