নতুন বিতর্কে জড়ালেন বিবেক। ছবি: সংগৃহীত।
বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। এমনিতেই তাঁর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্স’ নিয়ে বিতর্ক অব্যাহত। এই অবস্থায় মরাঠিদের খাবার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিবেক অগ্নিহোত্রী! সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘‘মরাঠিদের খাবারগুলো একেবারে গরিবগুরবোদের মতো, চাষিরা এমন খাবার খায়।’’ বিবেকের এই কথা শুনেই ক্ষিপ্ত মরাঠিরা। পাল্টা পরিস্থিতি সামাল দিতে কী বললেন পরিচালক?
বিবেক দিল্লির ছেলে। তাঁর স্ত্রী অভিনেত্রী পল্লবী জোশী মরাঠি। বিয়ের পর পল্লবী যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত তাতে মানিয়ে নিতে গিয়ে নাকি শুরু হয়েছিল ঠোকাঠুকি। বিবেকের কথায়, ‘‘মরাঠি খাবারে নুন থাকে। লেবুটাও উপর দিয়ে চিপে খায়, আমার কাছে অদ্ভুত ঠেকেছিল। আমি দিল্লির ছেলে। ঘি-মাখন দেওয়া খাবার খেয়ে এসেছি। সেখানে এই খাবার দেখে মনে হয়েছিল, কী সব গরিব চাষিদের মতো খাবার খায় এরা!’’ যদিও একটা লম্বা সময়ের পরে স্ত্রীর খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন পরিচালক। বিবেক বলেন, ‘‘এখন আমি মরাঠি খাবার খাই। কোনও অস্বস্তি হয় না খেয়ে।’’
যদিও বিবেকের মন্তব্যের একটা অংশ ইতিমধ্যেই ভাইরাল। তাতেই সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে বিবেক বলেন, ‘‘আমি বলেছি চাষিদের মতো খাবার খায় এরা। কিন্তু পল্লবী উত্তর ভারতীয় খাবার খেতে শিখে গিয়েছে। আমি অবশ্য সে সব খাওয়া ছেড়ে সাধারণ খাবার খাই। মরাঠী থালি সব থেকে পকেট-সাশ্রয়ী খাবার।’’ কটাক্ষ নিয়ে পরিচালকের আক্ষেপ, পুরোটা না শুনে তাঁর বক্তব্যের একটা নির্দিষ্ট অংশ কেটে নিয়ে সবাই ভাইরাল করতে শুরু করেন।