Vivek Agnihotri

ট্রাম্পের ঘোষণায় ভারতের বড় ক্ষতি হতে চলেছে! আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী

আমেরিকার বাইরে তৈরি যে কোনও বিদেশি ছবির উপর ১০০ শতাংশ শুল্ক জারি করেছেন তিনি। আমেরিকার চলচ্চিত্র জগৎ দিন দিন মন্দার দিকে যাচ্ছে, তাই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৪:৩৯
Share:

ট্রাম্পকে কটাক্ষ বিবেকের। ছবি: সংগৃহীত।

বিভিন্ন বিদেশি পণ্যের উপর শুল্ক জারি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার কোপ পড়েছে বিদেশি ছবির উপরে। আমেরিকার বাইরে তৈরি যে কোনও বিদেশি ছবির উপর ১০০ শতাংশ শুল্ক জারি করেছেন তিনি। আমেরিকার চলচ্চিত্র জগৎ দিন দিন মন্দার দিকে যাচ্ছে, তাই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এই বিষয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী।

Advertisement

ট্রাম্পের ঘোষণার পরে প্রমাদ গুনছেন বিবেক। তাঁর আশঙ্কা, ১০০ শতাংশ শুল্ক জারি হলে, খুব শীঘ্রই ভারতের চলচ্চিত্র জগৎ ধসে পড়বে। সমাজমাধ্যমে বিবেক লিখেছেন, “সাবধান! বিদেশি ছবির উপরে ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক জারির ঘোষণা ভারতীয় চলচ্চিত্রকেও প্রভাবিত করবে। এমনটাই যদি চলতে থাকে, তা হলে ভারতের চলচ্চিত্র জগৎ সম্পূর্ণ ভাবে ধসে পড়বে। কেউ বাঁচাতে পারবে না।”

চলচ্চিত্র জগতের প্রভাবশালীদেরও বিষয়টি নিয়ে সরব হওয়ার দাবি করেছেন বিবেক। তিনি বলেছেন, “ এ বার ভারতীয় চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিদের এই বিষয়ে সচেতন হতে হবে। একত্র হয়ে এই আশঙ্কাজনক পরিস্থিতির সঙ্গে লড়তে হবে। ছবিশিকারিদের পিছনে ঘুরে নিজের প্রচার করা ছেড়ে এ বার লড়তে হবে।”

Advertisement

উল্লেখ্য, ট্রাম্পের বক্তব্য, আমেরিকার চলচ্চিত্রের বাজার বিধ্বস্ত। হলিউড এবং অনুরূপ জায়গাগুলি ধুঁকছে। এর নেপথ্যে বিভিন্ন দেশের ‘চক্রান্ত’ দেখতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ, আমেরিকান স্টুডিয়ো এবং চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে সেই নির্দিষ্ট দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আমেরিকার অর্থনীতির কোনও লাভ হচ্ছে না। সোমবার নিজের সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিয়োগুলিকে আমেরিকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশ প্রলোভন দেখাচ্ছে। হলিউড এবং আমেরিকার অন্য অনেক জায়গা বিধ্বস্ত হয়ে পড়ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement