Vivek Agnihotri

দিল্লি নয়, এ বার বাংলা! বিবেক বানাচ্ছেন ‘দ্য বেঙ্গল ফাইল্‌স, দেখা যাবে টলিপাড়ার কোন তারকাদের?

বিজেপির নির্বাচনী প্রচারের হেঁটেছেন, তিনি এ বার ‘দ্য দিল্লি ফাইল্‌স’-এর বদলে আনতে চলেছেন ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’। অনেক বাঙালি অভিনেতাকে দেখা যাবে এ ছবিতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৪:৫২
Share:

বিবেকের নজরে বাংলা। ছবি: সংগৃহীত।

‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবির সাফল্যের পরেই ‘দ্য দিল্লি ফাইল্‌স’ ছবিটির ঘোষণা করেছিলেন পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। কিন্তু কাজ এগোনোর আগেই ছবি নিয়ে নতুন তথ্য প্রকাশ করলেন পরিচালক। দিল্লির গল্প নয় এ বার বাংলাকে নিয়ে ছবি বানাবেন তিনি।

Advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই কলকাতায় যাতায়াত বাড়ান বিবেক। বিজেপির নির্বাচনী প্রচারে হেঁটেছেন তিনি। এ বার ‘দ্য দিল্লি ফাইল্‌স’-এর বদলে আনতে চলেছেন ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’। থাকবেন টলিউডের বহু অভিনেতাই।

১৯৮৪ সালে দিল্লিতে ঘটে যাওয়া হিংসার ঘটনাই ‘দ্য দিল্লি ফাইল্‌স’ ছবির মূল উপজীব্য। তবে, অন্য একটি সূত্রের দাবি, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ঘটা সাম্প্রদায়িক হিংসার ঘটনা নিয়ে ছবিটি তৈরি করতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু এই ছবির জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে বাংলার ইতিহাস সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছেন, এমনই দাবি বিবেকের। এক্স হ্যান্ডলে বিবেক লিখেছিলেন, ‘‘এই ছবিতে বাংলায় হিংসার ইতিহাস তুলে ধরার জন্য বিগত ছ’মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরছি। বাংলা এমন একটা রাজ্য, যা দু’বার বিভক্ত হয়েছে। স্বাধীনতা-পূর্ব এবং স্বাধীনতা-উত্তর সময়ে একাধিক গণহত্যা হয়েছে।’’

Advertisement

বিবেকের মতে, স্বাধীনতার পর দেশে মূলত দ্বিজাতিতত্ত্ব নিয়ে মতবিরোধ ছিল। কিন্তু, বাংলায় বিরোধের কেন্দ্রে এরই পাশাপাশি কমিউনিজ়ম এবং নকশাল আদর্শও দেখা দেয়। বিবেকের কথায়, ‘‘ফলাফল হিসেবে পড়ে ছিল শুধুই বামপন্থা। বাংলার মতো এতখানি রাজনৈতিক এবং ধর্মীয় হিংসার সাক্ষী অন্য কোনও রাজ্যকে হতে হয়নি। এখনও বাংলায় বিভাজন অব্যাহত।’’

তা হলে কি বিবেকের ছবিতে বাম জমানার ইতিহাস উঠে আসবে, না কি থাকবে বর্তমান সরকারের প্রসঙ্গও? এখনও স্পষ্ট নয় চিত্রনাট্যের উদ্দেশ্য। তবে জানা গিয়েছে, এ ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী-সহ একাধিক অভিনেতা। টলিপাড়ার শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসদের দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement