Vivek Oberoi

পরিবারে ‘অশান্তি’র কারণেই ইন্ডাস্ট্রিতে বিবেকের সাহায্য পাননি? দাদাকে নিয়ে মুখ খুললেন অক্ষয়

সম্পর্কে তুতো ভাই বিবেক ও অক্ষয়। কিন্তু সে কথা অনেক দিন ইন্ডাস্ট্রির লোকে জানতেনই না। ‘তারকা’ দাদার থেকে পাননি সাহায্যও, অবশেষে মুখ খুললেন অক্ষয় ওবেরয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৬:৩৩
Share:

(বাঁ দিকে) বিবেক ওবেরয়। অক্ষয় ওবেরয়। ছবি: সংগৃহীত।

২০০২ সালে মুক্তি পায় ‘কোম্পানি’ ও ‘সাথিয়া’। বড়পর্দায় পা রাখেন বিবেক ওবেরয়। বাণিজ্যসফল ছবি তাঁকে ‘তারকা’ করে তোলে। বাবা সুরেশ ওবেরয়ের সাহায্যে নয়, নিজেই নিজের স্থান তৈরি করেন। এর বেশ কয়েক বছর পর অভিনয়সফর শুরু করেন অক্ষয় ওবেরয়। অনেকেই জানেন না, অক্ষয় সম্পর্কে বিবেকের কাকার ছেলে হন। তাঁদের পারিবারিক সম্পর্ক কেমন? মুখ খুললেন ‘ইসি লাইফ মেঁ’ অভিনেতা।

Advertisement

অক্ষয় মুম্বইয়ে পা রেখেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু, সেই সময় তারকা দাদার থেকে কোনও সাহায্য পাননি। বিবেকের সঙ্গে যে তাঁর কোনও সম্পর্ক আছে, সেটাই কেউ জানত না। নিজের চেষ্টায় একের পর এক ছবিতে কাজ করতে শুরু করেন অক্ষয়। প্রমাণ করতে থাকেন তাঁর প্রতিভা। এই আবহেই, সকলে জানতে পারেন যে, অক্ষয় ও বিবেক, দু’জনেই ওবেরয় পরিবারের সন্তান। এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, “দুর্ভাগ্যবশত, যে কোনও কারণেই হোক, আমাদের যোগাযোগ ছিল না। মানে ধরুন, ওঁকে হঠাৎ ফোন করে যে কোনও বিষয় নিয়ে কথা বলতে পারতাম না। আমি কোনও দিন সাহায্য চাইনি, ও কোনও দিন প্রস্তাবও দেয়নি।”

অক্ষয়ের কথায় বোঝা যায়, ওবেরয় পরিবারের অন্দরে ঝামেলা ছিল আগে থেকেই। যদিও, তাঁর কথায় পরিস্থিতি ভাল হচ্ছে ধীরে ধীরে। তিনি বলেন, “আমার মনে হয়, এখন পরিবারের বড়রা যত বৃদ্ধ হচ্ছেন, বুঝতে পারছেন যে, পুরনো কথা এ বার ভুলে যাওয়া যেতে পারে। আমি নিশ্চিত পঞ্জাবি ইগোর সমস্যা এটা।” তবে বিবেকের থেকে সাহায্য না পাওয়ায় কোনও ক্ষোভ নেই অক্ষয়ের। বরং বিবেকের সাফল্য দেখেই অক্ষয়ের মনে হয়েছিল যে তিনিও অভিনয় জগতে পাকাপাকি জায়গা করে নিতে পারবেন।

Advertisement

অক্ষয়কে শেষ দেখা গিয়েছিল হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে। এর পর তাঁকে দেখা যাবে, জাহ্নবী কপূর ও বরুণ ধবনের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’ ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement