War 2

মুক্তির ১০ দিন পর কোথায় দাঁড়িয়ে হৃত্বিকের ‘ওয়ার ২’? দর্শকের কী মত?

মুক্তির সপ্তাহান্ত কাটতেই প্রেক্ষাগৃহে ভরাডুবি। পর্দায় আশানুরূপ ম্যাজিক দেখাতে পারেনি হৃত্বিক রোশন, কিয়ারা আডবাণী ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’। ১০ দিন পর মোট আয়ের পরিমাণ কত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১২:০৪
Share:

১০ দিন পর ‘ওয়ার ২’ ছবির মোট আয় কত? ছবি: সংগৃহীত।

এই প্রথম একসঙ্গে পর্দায় হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর। মুক্তির ১০ দিন পর ব্যবসার অঙ্ক কোথায় দাঁড়িয়ে ‘ওয়ার ২’ ছবির? দর্শকের উচ্চ প্রত্যাশায় খানিক জল ঢেলেছে এই ছবি, মত একাধিক অনুরাগীর। ফলে, শুরুটা ভাল হলেও, ধীরে ধীরে নিম্নমুখী ব্যবসা। যদিও হিসাব বলছে, দ্বিতীয় শনিবার ব্যবসায় খানিকটা উন্নতি হয়েছে।

Advertisement

একাধিক ‘ট্রেড ট্র্যাকিং’ সংস্থার হিসাব অনুযায়ী, মুক্তির পর প্রথম সোমবারই মুখ থুবড়ে পড়ে ‘ওয়ার ২’। ব্যবসার পরিমাণ ছিল মাত্র ৮.৭৫ কোটি, যেখানে রবিবারই প্রায় ৩২.৬৫ কোটি টাকা ঘরে তুলেছিল ছবিটি। তবে সেই সোমবার থেকেই এক বারও দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি ছবির ব্যবসা। দ্বিতীয় শুক্রবার, সবচেয়ে কম ব্যবসার রেকর্ড করে এই ছবি, আয়ের পরিমাণ ছিল মাত্র ৪ কোটি। তবে শনিবার ফের একটু মাথা তুলে তাকায় হৃত্বিক-কিয়ারা জুটির ছবি। আয়ের পরিমাণ পৌঁছোয় ৬.২৫ কোটিতে। যার ফলে মোট ব্যবসার পরিমাণ দাঁড়ায় ২১৪.৭৩ কোটি।

পর্দায় জুনিয়র এনটিআর ও হৃত্বিকের জুটি ঝড় তুলবে বলেই আশা করেছিলেন দর্শক। সেই সঙ্গে গোটা দেশে দারুণ ব্যবসারও আশা দেখেছিলেন নির্মাতারা। কিন্তু, তেমনটা হল কই? যে ভাবে ব্যবসা পড়ছে এই ছবির, তাতে সমালোচকেরা মনে করছেন, খুব শীঘ্রই প্রেক্ষাগৃহ ছাড়তে বাধ্য হবে ‘ওয়ার ২’। যশরাজ ফিল্মসের গুপ্তচর ব্রহ্মাণ্ডের ষষ্ঠ স‌ংযোজন এই ছবি। এই সিরিজ় শুরু হয়েছিল সলমন-ক্যাটরিনার ‘এক থা টাইগার’ দিয়ে। এর পর সেই তালিকায় যুক্ত হয়েছে ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’। তবে ‘ওয়ার ২’ মুক্তির আগেই, প্রচার ঝলক প্রকাশের সময় থেকেই সমালোচনার শিকার এটির ভিএফএক্স নিয়ে। মুক্তির পর, দর্শকের মতে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির চিত্রনাট্যও দুর্বল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement