২৯ এপ্রিল মুক্তি পাবে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’। তার আগে অনলাইনে প্রকাশ হল ছবিটির মোশন পোস্টার। এটি ছবিটির প্রথম মোশন পোস্টার। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে এটি দেখতে পাবেন দর্শকরা।
আরও পড়ুন, আইটেম গানে ফিরছেন লেমিস
মোশন পোস্টারে ছবিটির প্রধান তিন চরিত্র উদয়, রাজ ও তুশিকে নয়া লুকে দেখা যাবে। এ ছাড়াও ওমর সানি, দিতি ও শামসুজ্জামান রয়েছেন বিশেষ চরিত্রে। আইসক্রিম যৌথভাবে প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপর্কন ও টপ অব মাইন্ড। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রেদওয়ান রনি নিজেই।