Entertainment News

মুক্তি পেল ‘হ্যালো’-র দ্বিতীয় সিজনের ট্রেলার

‘হ্যালো’ সিজন ওয়ানে পোশাক হোক বা চরিত্র, সাহসী প্রিয়ঙ্কা সরকারকে দেখেছিলেন দর্শক। তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। ওই সিজনে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাইমা সেন, জয় সেনগুপ্ত প্রমুখ। এ বার কাস্ট লিস্টে কোনও পরিবর্তন নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ১৯:০০
Share:

ট্রেলারের একটি দৃশ্য।

অনন্য তাঁর বান্ধবী নিনার দরজায় ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছেন। নন্দিতা, অর্থাত্ তাঁর স্ত্রী রয়েছেন ভিতরে। নন্দিতাকে ছেড়ে দিতে বলেন অনন্য। আসলে নিনা এবং নন্দিতার মধ্যে সমকামী সম্পর্ক রয়েছে, এ সন্দেহ অনন্যর। তার পর?

Advertisement

গল্পের ঠিক এই মোড়ে এসেই শেষ হয়েছিল ওয়েব সিরিজ ‘হ্যালো’। তার পরের অংশের গল্প জানা যাবে ‘হ্যালো’ সিজন টু-এ। চলতি ডিসেম্বরেই ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজ। সদ্য মুক্তি পেল এর ট্রেলার।

‘হ্যালো’ সিজন ওয়ানে পোশাক হোক বা চরিত্র, সাহসী প্রিয়ঙ্কা সরকারকে দেখেছিলেন দর্শক। তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। ওই সিজনে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাইমা সেন, জয় সেনগুপ্ত প্রমুখ। এ বার কাস্ট লিস্টে কোনও পরিবর্তন নেই।

Advertisement

আরও পড়ুন, হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় কফি খাওয়ার মতোই সহজ: শ্বেতা

শুটিংয়ের শুরুতেই প্রিয়ঙ্কা বলেছিলেন, ‘‘হ্যালো সিজন টু নিয়ে আমি খুব এক্সাইটেড। খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার কেরিয়ারে। দর্শকের যে ভালবাসা পেয়েছি সিজন ওয়ানে সিজন টু-এও সেটা পাব আশা করছি।’’ দ্বিতীয় সিজনও প্রথমটির মতোই দর্শকদের ভালবাসা পাবে বলে আশাবাদী গোটা টিম।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement