Entertainment News

চুটিয়ে প্রেম করলেন সলমন-ক্যাটরিনা, কোথায় জানেন?

শনিবার ‘বিগ বস ১১’র ঘরে গিয়েছিলেন ক্যাটরিনা কইফ। সেখানেই ‘উইকেন্ড কা বার’ জোনে এই গান মুক্তি পেয়েছে। ক্যাটরিনা জানিয়েছেন, এই গানটি নাকি তাঁর হৃদয়ের খুব কাছে। আর হবে না-ই বা কেন! ‘টাইগার জিন্দা হ্যায়’র ‘টাইগার’ সলমন তো ক্যাটের এক সময়ের প্রেমিক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ১৫:৩৮
Share:

অন-স্ক্রিন প্রেমপর্ব সলমন-ক্যাটরিনার। ছবি: টুইটারের সৌজন্যে।

প্রথম গানে ‘সোয়্যাগ’ দেখানোর পর এ বার পালা প্রেমের। পর্দায় ফের একবার জাদু চালাতে হাজির সলমন-ক্যাটরিনা জুটি।

Advertisement

নিজের গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে চান? তাহলে সলমন-ক্যাটরিনার ‘দিল দিয়া গল্লা’ গানটা শুনুন এবং দেখুন। বলিউডের ‘ভাইজান’কে বহুদিন পর এমন রোম্যান্টিক অবতারে দেখতে পাবেন তাঁর ফ্যানেরা। সঙ্গে যোগ্য সঙ্গত ক্যাটরিনা কইফের। শনিবার মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’র দ্বিতীয় এই গানটি।

কখনও বরফের ক্যানভাসে প্রেমিকার মুখ আঁকছেন, তো কখনও রাস্তা জুড়ে মোমের আলোয় দিওয়ালির ছবি। কখনও ব্রেকফাস্ট টেবিল থেকে কোলে তুলে নেওয়া, কখনও আবার মায়াবী ডিনার টেবিলে একান্ত সময় কাটানো। ফের সলমন-ক্যাটরিনার অন-স্ক্রিন কেমিস্ট্রি মন জয় করে ফেলেছে দর্শকদের।

Advertisement

শনিবার ‘বিগ বস ১১’র ঘরে গিয়েছিলেন ক্যাটরিনা কইফ। সেখানেই ‘উইকেন্ড কা বার’ জোনে এই গান মুক্তি পেয়েছে। ক্যাটরিনা জানিয়েছেন, এই গানটি নাকি তাঁর হৃদয়ের খুব কাছে। আর হবে না-ই বা কেন! ‘টাইগার জিন্দা হ্যায়’র ‘টাইগার’ সলমন তো ক্যাটের এক সময়ের প্রেমিক।

আরও পড়ুন, ক্যাটরিনাকে সঙ্গে প্রথম দেখার মুহূর্তের কথা শেয়ার করলেন সলমন

আরও পড়ুন, বিশ্বের ৫০০ প্রভাবশালীর তালিকায় সলমন-প্রিয়ঙ্কা

তবে আপনি গানটি মিস করবেন না। বিশাল-শেখরের কম্পোজিশন এই গানটি গেয়েছেন আতিফ আসলাম। এই সুন্দর রোম্যান্টিক গানটিতে ক্যাটরিনা-সলমনের লুকসও অসাধারণ।

২০১৫-এ ইরাকে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ২৫ জন ভারতীয় নার্সকে অপহরণ করা হয়। তাঁদের উদ্ধারের টানটান গল্পই দেখা যাবে বড়পর্দায়। আলি আব্বাস জাফরের এই ছবিতে সলমন-ক্যাটরিনাকে একেবারে নতুন ভাবে দেখা যাবে বলেই দাবি করছে সিনে মহলের একটা বড় অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement