Entertainment news

মুক্তি পেল ‘মাছের ঝোল’-এর সুস্বাদু ট্রেলার

ভিন্ন নামের টানে বাংলা ছবি দেখতে ইদানীং হলমুখী হচ্ছেন অসংখ্য বাঙালি। বাংলা ছবির নামের সঙ্গে সঙ্গে ছবির বিষয়বস্তুগত পরিবর্তনও হচ্ছে। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন স্বাদের বাংলা ছবিগুলির ক্ষেত্রে রেসপন্সও বেশ ভাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ১১:৩৭
Share:

আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবিটি।

মাছের ঝোল মানেই বাঙালি। আর সেই মাছের ঝোলের হাত ধরেই ভিন্ন স্বাদের ছবি পরিবেশিত হতে চলেছে বাঙালির বিনোদনের পাতে। পরিচালক প্রতীম ডি গুপ্তর পরবর্তী ছবির নাম ‘মাছের ঝোল’।

Advertisement

ভিন্ন নামের টানে বাংলা ছবি দেখতে ইদানীং হলমুখী হচ্ছেন অসংখ্য বাঙালি। বাংলা ছবির নামের সঙ্গে সঙ্গে ছবির বিষয়বস্তুগত পরিবর্তনও হচ্ছে। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন স্বাদের বাংলা ছবিগুলির ক্ষেত্রে রেসপন্সও বেশ ভাল।

প্রতীম ডি গুপ্তর এই ছবির মুখ্য চরিত্র দেব ডি। না, এর সঙ্গে অভয় দেওলের ছবি ‘দেব ডি’র কোনও মিল নেই। এই ‘দেব ডি’ শরত্চন্দ্রের দেবদাসের মতো হতাশাগ্রস্থ, ব্যর্থ প্রেমিকও নন। ইঞ্জিনিয়ারিং ছেড়ে বড় শেফ হওয়ার স্বপ্ন দেখে ঘর ছেড়ে বেরিয়ে পড়া অ্যাডভেঞ্চারাস বাঙালি সে। আজ সফল মাস্টার শেফ দেব ডি প্যারিস, আমেরিকা-সহ একাধিক দেশের রেস্তরাঁর ব্র্যান্ড। এই দেব ডি’র চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

Advertisement

আরও পড়ুন: মন ভাল নেই? ‘মুবারকা’র দ্বিতীয় ট্রেলার দেখুন

এই ছবিতে ঋত্বিকের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে পাওলি দামকে। তাঁর মায়ের চরিত্রে রয়েছেন মমতা শংকর। এ ছাড়া এই ছবিতে একজন সাংবাদিকের (পলাশ) চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী। ছবির শুটিং হয়েছে কলকাতা ও প্যারিসে।

২০ জুলাই প্রকাশিত হল ছবিটির ট্রেলার। আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবিটি। তার আগে আসুন দেখে নেওয়া যাক ঋত্বিক চক্রবর্তীর ‘মাছের ঝোল’-এর স্বাদ কেমন হয়েছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement