Entertainment News

মুক্তি পেল ‘পোস্ত’র গান

একটু একটু করে দানা বাঁধছে ‘পোস্ত’। মোশন পোস্টার, টিজার রিলিজের পর গত সোমবার মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আসন্ন ছবির গান। অনুপম রায়ের গাওয়া গানটি ইতিমধ্যেই পছন্দ হয়েছে দর্শকদের। স্বাভাবিক ভাবেই ছবিটিকে ঘিরে প্রত্যাশা বাড়ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৭:৪১
Share:

একটু একটু করে দানা বাঁধছে ‘পোস্ত’। মোশন পোস্টার, টিজার রিলিজের পর গত সোমবার মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আসন্ন ছবির গান। অনুপম রায়ের গাওয়া গানটি ইতিমধ্যেই পছন্দ হয়েছে দর্শকদের। স্বাভাবিক ভাবেই ছবিটিকে ঘিরে প্রত্যাশা বাড়ছে।

Advertisement

আরও পড়ুন, ‘দু পেগ করে মেরে দেব, সব ঠিক হয়ে যাবে’, সুনীল প্রসঙ্গে বললেন কপিল

একান্নবর্তী পরিবার, খুনসুটি-আড্ডা-ঝগড়া-প্রেমের বুনোটে এর আগে একাধিকবার দর্শককে হলমুখী করেছেন পরিচালক জুটি। এ বারও সেই চেনা অঙ্ক। মূল্যবোধ কী ভাবে ছড়িয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম তা নিয়ে চিত্রনাট্য সাজিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ। এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন মিমি ও যিশু সেনগুপ্ত। মিমি, যিশু ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অর্ঘ্য বসুরায়। শান্তিনিকেতন ও কলকাতা মিলিয়ে হয়েছে ছবির শুটিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement