Shooting at Bondi Beach

পিছন থেকে আততায়ীকে জাপটে ধরে কেড়ে নেন রাইফেল! বন্ডাই সৈকতে যুবকের সাহসিকতায় বহু প্রাণরক্ষা

বন্ডাইয়ের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১২ জনের। আহত দুই পুলিশকর্মী-সহ অন্তত ১০ জন। হয়তো মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু পথচলতি এক যুবক পিছন থেকে জাপটে ধরে ফেলেন এক বন্দুকধারীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩
Share:

পিছন থেকে আততায়ীকে জাপটে ধরছেন এক যুবক! ছবি: সংগৃহীত।

নিরস্ত্র যুবকের সাহসিকতায় প্রাণ বাঁচল বহু মানুষের! রবিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন দুই আততায়ী। তাঁদেরই এক জনকে পিছন থেকে অতর্কিতে জাপটে ধরেন ওই যুবক। কেড়ে নেন রাইফেল। সেই মুহূর্তের নানা ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নাম-না-জানা ওই যুবকই এখন ‘অস্ট্রেলিয়ার হিরো’!

Advertisement

বন্ডাইয়ের ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১২ জনের। আহত দুই পুলিশকর্মী-সহ অন্তত ১০ জন। হয়তো মৃতের সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু পথচলতি এক যুবক পিছন থেকে জাপটে ধরে ফেলেন এক বন্দুকধারীকে। হাত থেকে রাইফেলটি ছিনিয়েও নেন। তাতেই প্রাণ বাঁচে অনেকের। নিরস্ত্র যুবকের সাহসিকতার সেই মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যে ভিডিয়ো এখন ‘ভাইরাল’!

১৫ সেকেন্ডের ওই ভিডিয়োয় (যার সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি) দেখা যাচ্ছে, গাছের আড়াল থেকে রাইফেল উঁচিয়ে এলোপাথাড়ি গুলি ছুড়ছে এক আততায়ী। সে সময় দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির পিছনে লুকিয়ে রয়েছেন এক যুবক। সুযোগ বুঝে পিছন থেকে অতর্কিতে বন্দুকধারীর উপর ঝাঁপিয়ে পড়লেন ওই যুবক। তাকে জাপটে ধরে তার হাত থেকে রাইফেলটি ছিনিয়ে নিলেন তিনি। তার পর বন্দুক তাক করলেন আততায়ীর দিকেই।

Advertisement

সেই ভিডিয়ো নিয়ে চর্চাও শুরু হয়েছে সমাজমাধ্যম জুড়ে। আট থেকে আশি— সকলেই যুবকের সাহসিকতার প্রশংসা করছেন। সমাজমাধ্যম এক্স-এ এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘উনি অস্ট্রেলিয়ার হিরো!’’ সিডনির নিউ সাউথ ওয়েলস স্টেট প্রিমিয়ার ক্রিস মিন্‌সও বলছেন, ‘‘একা এবং নিরস্ত্র অবস্থায় এত বড় ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন ওই যুবক। এটা আমার দেখা সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্য!’’ ওই যুবকের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত সকলের সাহসের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস।

গ্রীষ্মকালে সপ্তাহান্তে সিডনির এই বন্ডাই সৈকতে ছুটি কাটাতে যান হাজার হাজার মানুষ। তার উপর রবিবার ছিল ইহুদিদের বিশেষ উৎসব হানুক্কাহ্। তাই সমুদ্রসৈকতে অনেকে ভিড় জমিয়েছিলেন। তার মাঝেই আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয় দুই আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১০ জনের। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। পুলিশের গুলিতে এক আততায়ী নিহত হয়। অপর আততায়ীও গুরুতর জখম। তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement