Entertainment News

মুক্তি পেল ‘হিচকি’র ট্রেলার, নতুন রানিকে দেখুন

ট্রেলার দেখে বলি মহলের অনেকেই বলছেন, রানির আরও একটা পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে ইন্ডাস্ট্রি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ১৭:৪৮
Share:

‘হিচকি’-র একটি দৃশ্যে রানি মুখোপাধ্যায়।

চার বছরের ব্রেকের পর বড়পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। সৌজন্যে ‘হিচকি’। মঙ্গলবার মুক্তি পেল এই ছবির ট্রেলার।

Advertisement

ট্রেলার দেখে বলি মহলের অনেকেই বলছেন, রানির আরও একটা পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। ফেসবুকে লাইভ ভিডিওর মাধ্যমে ট্রেলার লঞ্চ হয়েছে। সব কিছু ঠিক থাকলে সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

গত এপ্রিল থেকে ‘হিচকি’র শুটিং শুরু হয়েছে। যশরাজ ফিল্মসের ব্যানারের এই ছবিতে রানির চরিত্রটি ঠিক কেমন? এই ছবিতে এক মেয়ের গল্প বলবেন পরিচালক। যিনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবেন। রানি বলেছিলেন, ‘‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম যেটা আমার কাছে চ্যালেঞ্জ। যেটা আমাকে উত্তেজিত করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে। আমাদের সকলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কিন্তু সেটাই যদি আমরা নিজেদের শক্তিতে পরিণত করতে পারি, তা হলে আমরা যে কোনও পরিস্থিতিতে জিতবই।’’

Advertisement

আরও পড়ুন, পাঁচ মিনিটে পাঁচ কোটি টাকা চাইলেন প্রিয়ঙ্কা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement