Entertainment News

ক্যাটরিনার মারকাটারি অ্যাকশন! মিস করবেন না এই ভিডিও

‘টাইগার’-এর সঙ্গে মিশনে গিয়ে ‘জোয়া’কেও কিন্তু কম অ্যাকশন-স্টান্ট করতে হয়নি। সলমন খানের সঙ্গে পাল্লা দিয়ে স্টান্ট করেছেন ক্যাটরিনা কইফ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৮ ১৭:০৭
Share:

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির একটি দৃশ্যে ক্যাটরিনা। ছবি: ক্যাটরিনার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

কিক বক্সিং-অ্যাকশন কোরিওগ্রাফি-বন্দুক চালানোর সঠিক স্টাইল। ‘টাইগার জিন্দা হ্যায়’র শুটিং করতে গিয়ে অভিনয়ের সঙ্গে এগুলিই হয়েছিল ক্যাটরিনা কইফের ধ্যান-জ্ঞান।

Advertisement

‘টাইগার’-এর সঙ্গে মিশনে গিয়ে ‘জোয়া’কেও কিন্তু কম অ্যাকশন-স্টান্ট করতে হয়নি। সলমন খানের সঙ্গে পাল্লা দিয়ে স্টান্ট করেছেন ক্যাটরিনা কইফ।

কয়েক দিন আগেই একটি সাক্ষাত্কারে নায়িকা বলেছিলেন, “এর পরের বার জোয়া একাই মিশনে যাবে।” সে দিন আসতে বোধহয় খুব একটা দেরি নেই। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধু নায়িকা নির্ভর অ্যাকশন ফিল্ম এখনও তৈরি না হলেও, ক্যাটরিনার এমন স্টান্ট দেখে কিন্তু ফিল্ম বিশেষজ্ঞরা যথেষ্ট উত্সাহী।

Advertisement

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

কী জানি! হঠাত্ করেই হয়তো একদিন শোনা যাবে, ‘জোয়া জিন্দা হ্যায়’ বা ‘এক থা জোয়া’র মতো কোনও ছবির নাম।

রবিবার ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওটি আসলে, ক্যাটরিনা কী ভাবে ‘জোয়া’ হয়ে উঠেছিলেন সেই গল্পেরই সারাংশ। তিন মিনিট তিন সেকেন্ডের ভিডিওতে ক্যাটরিনার সব অ্যাকশন সিকোয়েন্সগুলির মেকিং দেখানো হয়েছে।

আরও পড়ুন, হঠাৎ মাথা কামিয়ে ফেললেন কেন অক্ষয়?

আরও পড়ুন, নতুন ছবির লুকে রণবীর-আলিয়াকে চেনা দায়!

পরিচালক আলি আব্বাস জাফর, অ্যাকশন ডিরেক্টর টম স্রুথার এবং ক্যাটরিনাও শেয়ার করেছেন শুটিংয়ের নানা কাহিনি।

মারকাটারি এই ভিডিওটি কিন্তু মিস করবেন না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement