Entertainment News

এ কার বাড়ির বউ? নাকি বিয়ের আসর থেকে পালাচ্ছে মেয়ে?

এ হেন প্রচুর প্রশ্ন নিয়ে সামনে এল অভিষেক সাহার প্রথম ছবি ‘উড়নচণ্ডী’র মোশন পোস্টার। আর তাতেই নজর কেড়েছে দর্শকদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০১৮ ২০:০৫
Share:

‘উড়নচণ্ডী’র মোশন পোস্টারের একটি দৃশ্য।

আলতা রাঙা পা। নূপুর রয়েছে। সঙ্গে নতুন চটি।

Advertisement

লাল বেনারসীর ব্যাকগ্রাউন্ডে গ্রাম্য ছবি। লাল চেলিতে সেজে দৌড়ে আসছে নতুন বউ।

কার বাড়ির বউ? বিয়ে হয়েছে নাকি মেয়েটির? নাকি বিয়ের আসর থেকেই পালাচ্ছে?

Advertisement

এ হেন প্রচুর প্রশ্ন নিয়ে সামনে এল অভিষেক সাহার প্রথম ছবি ‘উড়নচণ্ডী’র মোশন পোস্টার। আর তাতেই নজর কেড়েছে দর্শকদের।

আরও পড়ুন, ‘রেনবো জেলি দেখে হয়তো ভাববেন আমি আবার জিততে পারি’

‘উড়নচণ্ডী’তে অভিষেকের হাত ধরেছেন স্বয়ং প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। কারণ এই ছবির প্রযোজনা করছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশনস অ্যান্ড প্রোডাকশনস।

‘উড়নচণ্ডী’ একটি রোড মুভি। একটি লরিকে ঘিরে বিভিন্ন বয়সী তিন মহিলার জার্নি। ছবির তিন মহিলার চরিত্রে রয়েছেন চিত্রা সেন, সুদীপ্তা চক্রবর্তী এবং রাজনন্দিনী দত্ত। অন্য একটি চরিত্রে রয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য। ছবির গল্প অভিষেক এবং সুদীপ দাসের। স্ক্রিন প্লে-র দায়িত্বে রয়েছেন সুদীপ। ক্যামেরা সামলাবেন সৌমিক হালদার। গানঘর থাকবে দেবজ্যোতি মিশ্রের হেফাজতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement