Viral Video

পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে ধাক্কা, জানলা থেকে ছিটকে বেরিয়ে গেল কুকুর, ভিডিয়ো ভাইরাল

গাড়ির পিছনে বসেছিলেন ২৮ বছরের এক তরুণী। সঙ্গে ছিল তাঁর দুই পোষ্য কুকুর। পুলিশের হাত থেকে পালাতে যাত্রী-সহ গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেন চালক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৮:২৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাড়ির রেজিস্ট্রেশনের মেয়াদ ফুরিয়ে গিয়েছে বলে গাড়ির চালককে জেরা করছিল পুলিশ। কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলেন গাড়ির চালক। গাড়ির পিছনে দুই পোষ্যকে নিয়ে বসেছিলেন এক তরুণী যাত্রী। পুলিশের গাড়ি ধাওয়া করছে দেখে আরও জোরে গাড়ি চালাতে শুরু করেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ধাক্কা খায় গাড়িটি। সঙ্গে সঙ্গে গাড়ির জানলা দিয়ে ছিটকে বাইরে পড়ে যায় যাত্রীর একটি কুকুর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘সেলেনা মারিস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ির পিছনে ধাওয়া করেছে পুলিশের গাড়ি। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় অন্য গাড়িটি। ধাক্কার জোরে গাড়ির জানলা দিয়ে ছিটকে বেরিয়ে পড়ে একটি কুকুর। স্থানীয় সংবাদমা‌ধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি গত মঙ্গলবার ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টি এলাকায় রাত পৌনে ১টায় ঘটেছে।

গাড়ির রেজিস্ট্রেশনের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ৩৯ বছর বয়সি এক গাড়িচালককে জেরা করছিল পুলিশ। সেই গাড়ির পিছনে বসেছিলেন ২৮ বছরের এক তরুণী। সঙ্গে ছিল তাঁর দুই পোষ্য কুকুর। পুলিশের হাত থেকে পালাতে যাত্রী-সহ গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেন চালক। পুলিশের গাড়ি ধাওয়া করছে দেখে ঝড়ের গতিতে গাড়ি ছোটাতে শুরু করলেন তিনি। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে গাড়িটির।

Advertisement

ধাক্কার জোরে গাড়ির জানলা থেকে ছিটকে বেরিয়ে যায় যাত্রীর কুকুরটি। এক পোষ্যকে নিয়ে তখনও গাড়ির ভিতর বসেছিলেন তরুণী যাত্রী। পশু নির্যাতন এবং মাদক খেয়ে গাড়ি চালানোর অপরাধে চালককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে, তরুণী এবং তাঁর দুই পোষ্য আহত হননি। নিরাপদে পোষ্য-সহ বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তরুণীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement