Entertainment News

‘শুধু তুই, আর চাইছি না কিছুই’… কাকে বলছেন মিমি?

না! এ ঘটনা বাস্তবের নয়। বড়পর্দার। এ বার আসল বিষয়টা খোলসা করা যাক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৮
Share:

মিমি চক্রবর্তী। ছবি: মিমির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

মিমি চক্রবর্তীর জীবনে নতুন প্রেম এসেছে। আর সেই নতুন প্রেমিককেই নায়িকা বলছেন, ‘‘শুধু তুই, আর চাইছি না কিছুই’।

Advertisement

না! এ ঘটনা বাস্তবের নয়। বড়পর্দার। এ বার আসল বিষয়টা খোলসা করা যাক।

বাবা যাদবের পরিচালনায় মুক্তি পেতে চলেছে মিমির নতুন ছবি ‘ভিলেন’। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অঙ্কুশ। সম্প্রতি মুক্তি পেয়েছে সে ছবির নতুন গান ‘শুধু তুই, আর চাইছি না কিছুই’। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষেও ছিল এই গান।

Advertisement

দীর্ঘ বিরতি নিয়ে বড় পর্দায় কামব্যাক করছেন অঙ্কুশ। নিজেই জানিয়েছিলেন, স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন। কামব্যাকের জন্য ‘ভিলেন’-এর মতো ছবিই দরকার ছিল।

আরও পড়ুন, ‘ওহ ম্যাম, ইউ আর মাই ক্রাশ...’ জুন মালিয়াকে কে বললেন এ কথা?

রমন জানওয়াল এই ছবির চিত্রনাট্য লিখেছেন। কনসেপ্টও তাঁর। মুম্বইতে আব্বাস মস্তানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে রমনের। তবে বাংলায় এই প্রথম কাজ করছেন তিনি।

পোস্টারে অঙ্কুশ নজর কেড়েছেন বটেই। তবে তাঁর পাশে সমান উজ্জ্বল মিমিও। সব কিছু ঠিক থাকলে আসন্ন পুজোতেই মুক্তি পাবে এই ছবি।

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement