Entertainment News

‘আহারে মন’-এ বাঁধা পড়বে প্রেমের গল্পেরা

কখনও পাওলি দাম, কখনও ঋত্বিক চক্রবর্তী, কখনও আদিল হুসেন, কখনও বা মমতা শঙ্কর— টিজারে বহু অভিনেতার সমাহার। আর এটাই বোধহয় এ ছবির বিশেষত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৪:৩৩
Share:

‘আহারে মন’-এ পাওলি এবং ঋত্বিক। ছবি: ইউটিউবের সৌজন্যে।

পাগল মন, অবুঝ মন, একলা মন, খেয়ালি মন, ফেরারি মন এবং অচেনা মনকে এক ছাঁচে ঢেলেছেন তিনি। জড়ো করেছেন মুহূর্তদের। আর তাতেই তৈরি হয়েছে ‘আহারে মন’। তিনি পরিচালক প্রতিম ডি গুপ্ত। সদ্য মুক্তি পেল তাঁর আসন্ন ছবি ‘আহারে মন’-এর টিজার।

Advertisement

কখনও পাওলি দাম, কখনও ঋত্বিক চক্রবর্তী, কখনও আদিল হুসেন, কখনও বা মমতা শঙ্কর— টিজারে বহু অভিনেতার সমাহার। আর এটাই বোধহয় এ ছবির বিশেষত্ব।

প্রতিমের কথায়, ‘‘আহারে মন আসলে সেলিব্রেশন অব গ্রেট অ্যাক্টিং। আমাদের যত ভাল ভাল অভিনেতা রয়েছেন, তাঁদের ভাল অভিনয়ের সেলিব্রেশন। একমাত্র আদিল ছাড়া সকলের সঙ্গেই আগে কাজ করেছি। প্রত্যেককে ভেবেই চরিত্রগুলো লেখা।’’

Advertisement

আরও পড়ুন, গুলি ভরা বন্দুক নিয়ে শুটিং হয়েছে ‘কবীর’-এ!

যাঁরা প্রতিমের ‘সাহেব বিবি গোলাম’ দেখেছেন তাঁরা জানেন, আলাদা আলাদা গল্পকে এক তারে বাঁধতে ভালবাসেন পরিচালক। সেই ঘরানার স্বাদ রয়েছে এ ছবিতেও। প্রতিম বললেন, ‘‘চারটে আলাদা লভ স্টোরি। কিন্তু কানেক্টেড। কোথাও গিয়ে একটাই গল্প হয়ে যায়। যাঁদের হয়তো আমরা প্রেমের সঙ্গে অ্যাসোসিয়েট করি না, এটা তাঁদের প্রেমের গল্প।’’

আরও পড়ুন, তৈমুরের এত জনপ্রিয়তা ভয়ের কারণ, বললেন করিনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement