Entertainment News

রহস্য-উত্তেজনার রোলার কোস্টার ‘অপহরণ’, মুক্তি পেল ট্রেলার

‘অপহরণ’ আদ্যন্ত রহস্য এবং টানটান উত্তেজনার যেন রোলার কোস্টার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৮
Share:

ট্রেলারের একটি দৃশ্য।

খাঁটি বিনোদন বলতে কী বোঝেন আপনি? ৭০-এর দশকের সেই হিন্দি ছবিগুলোর কথা মনে পড়ে? লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় যে ছবি দর্শককে শুধুমাত্র বিনোদন উপহার দিত? সেই এফেক্ট আপনি ফিরে পেতে পারেন। সৌজন্যে আসন্ন অল্ট বালাজি অরিজিনালস ‘অপহরণ’। সদ্য মুক্তি পেল এর ট্রেলার।

Advertisement

‘অপহরণ’ আদ্যন্ত রহস্য এবং টানটান উত্তেজনার যেন রোলার কোস্টার। উপরি পাওনা রেট্রো মিউজিক। শুধু টাকার জন্য নয়, ভালবাসার জন্য লড়াইয়ের গল্প বুনবে ‘অপহরণ’। জমাটি চিত্রনাট্য, রোমান্স, গান, নাচ, অ্যাকশনে ভরপুর এই গল্পপরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ সেনগুপ্ত।

অরুণোদয় সিংহ, মাহি গিল, বরুণ বাদোলা, নিধি সিংহের অভিনয়ে সমৃদ্ধ ‘অপহরণ’। আগামী ১৪ ডিসেম্বর থেকে অল্ট বালাজির প্ল্যাটফর্মে শুরু হবে স্ট্রিমিং।

Advertisement

আরও পড়ুন, দীপিকা-রণবীরের রিসেপশনে কেন গেলেন না রণবীর-আলিয়া?

(মুভি ট্রেলার থেকে টাটকামু ভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement